দিনাজপুর শহরে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মঙ্গল মুর্মু (৬৮) ও তার স্ত্রী মালতি হাসদা (৫০) দম্পতি নিহত হয়েছেন।
শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে দিনাজপুর শহরের বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ইজিবাইকের চালকসহ দুজন গুরুতর আহত হন। তদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত মঙ্গল মুর্মু ও তার স্ত্রী মালতি হাসদা পার্বতীপুর উপজেলা চণ্ডিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালান্দার আদিবাসী পাড়ার বাসিন্দা। এ সময় তাদের নাতি বিপ্লব হাসদা (১৮) গুরুতর আহত হন। তার বাড়ি উপজেলার চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ আদিবাসী পাড়ায়।
আহত অপরজন হলেন ইজিবাইকচালক মহসিন আলী (৩৭)। তিনি পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনী শাহের ছেলে।
জানা গেছে, বিপ্লব হালদার বাড়ি থেকে পার্বতীপুরের বাস ধরার জন্য মঙ্গল মুর্মু ও তার স্ত্রী মালতি হাসদা ইজিবাইকে করে মহারাজা মোড়ের দিকে যাচ্ছিলেন। তারা বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়দের সহযোগিতায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মঙ্গল মুর্মু ও তার স্ত্রী মালতিকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও ঘাতক বাস আটক করা হয়েছে। ঘাতক বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেছে।
মন্তব্য করুন