চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবী আলিফ কন্যার দায়িত্ব নিয়েছে বিএনপি

চট্টগ্রামে মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায় আইনজীবী আলিফের বাবা ও শিশু মেয়ে তাসকিয়া। ছবি : কালবেলা
চট্টগ্রামে মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায় আইনজীবী আলিফের বাবা ও শিশু মেয়ে তাসকিয়া। ছবি : কালবেলা

চট্টগ্রামে হত্যা হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফের তিন বছরের মেয়ে তাসকিয়ার দায়িত্ব নিয়েছে বিএনপি।

পড়ালেখা থেকে শুরু করে তাসকিয়ার বিয়ে পর্যন্ত সব আর্থিক খরচ বহন করবে দলটি- এমনটি জানিয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বলেন, একই সঙ্গে আলিফের বাবা জামাল উদ্দিনের ইচ্ছাপূরণে আলিফের নামে একটি মাদ্রাসাও গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর সার্সন রোডের বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওই অনুষ্ঠানে আলিফের বাবা জামাল উদ্দিনের সঙ্গে তার নাতনি তাসকিয়া উপস্থিত ছিল। এ সময় জামাল উদ্দিনের হাতে আর্থিক অনুদানও তুলে দেন মীর হেলাল উদ্দিন।

এ বিষয়ে বিএনপি নেতা মীর হেলাল উদ্দিন বলেন, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা আলিফের তিন বছরের মেয়ে তাসকিয়ার বিয়ে পর্যন্ত যাবতীয় দায়িত্ব নিচ্ছি।

আলিফের বাবা জামাল উদ্দিন বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের উচিত বিচার ও ফাঁসি চাই। আর আমার ছেলের নামে একটি মাদ্রাসা করতে চাই। লোহাগাড়া চুনতিহাট ৯নং ওয়ার্ড আবদুল লতিফ শাহ মাজার এলাকায় এ মাদ্রাসা গড়ে তোলার ইচ্ছা আছে। ওই স্থানে বর্তমানে ৩০ শিক্ষার্থীর একটি হিফজখানা পরিচালনা করছি।

আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আলিফ আমাদের সহযোদ্ধা। তার জন্য যা যা করা দরকার, আমরা করব।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর বেলা ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিন নামঞ্জুর করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা।

এক পর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সেটা সংঘর্ষে রূপ নেয়। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে (৩৫) মেথরপট্টি গলিতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ, নিহত ৭৯

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

ভাগ্য বদলে দিল কেঁচো

স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, ইসলাম যা বলে 

জয়া নন, রেখার ‘সতিন’ হতে চেয়েছিলেন অন্য এক অভিনেত্রী

দক্ষিণ কোরিয়ায় টানা বৃষ্টিতে ১৮ জনের মৃত্যু

১৬ একরের এই পদ্মবিলে পর্যটকই ‘অভিশাপ’

মুশফিকুল ফজল আনসারীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

বার্সায় কোন জার্সি নম্বর বেছে নেবেন রাশফোর্ড?

১০

ঢাকাসহ ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১১

রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মাদ্রাসাশিক্ষার্থীরা

১২

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৩

ফিটনেস নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর ক্ষুব্ধ নেইমার

১৪

ঘনিষ্ঠ দৃশ্যে খুশি নন ইমরান হাশমির স্ত্রী

১৫

সকালের কিছু জাদুকরী অভ্যাস আপনার দিনকে করবে আরও কার্যকরী

১৬

ইমামতির টাকা জমিয়ে হেলিকপ্টারে চড়ে রাজকীয় বিয়ে

১৭

২১ জুলাই : হাইকোর্টের রায় বাতিল ও দেশজুড়ে ব্যাপক সংঘর্ষের দিন

১৮

মিরপুরের পিচে ক্ষুব্ধ পাকিস্তান কোচ

১৯

পারমাণবিক উত্তেজনার মধ্যে মস্কোয় ইরান-রাশিয়ার বৈঠক

২০
X