চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবী আলিফ কন্যার দায়িত্ব নিয়েছে বিএনপি

চট্টগ্রামে মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায় আইনজীবী আলিফের বাবা ও শিশু মেয়ে তাসকিয়া। ছবি : কালবেলা
চট্টগ্রামে মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায় আইনজীবী আলিফের বাবা ও শিশু মেয়ে তাসকিয়া। ছবি : কালবেলা

চট্টগ্রামে হত্যা হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফের তিন বছরের মেয়ে তাসকিয়ার দায়িত্ব নিয়েছে বিএনপি।

পড়ালেখা থেকে শুরু করে তাসকিয়ার বিয়ে পর্যন্ত সব আর্থিক খরচ বহন করবে দলটি- এমনটি জানিয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বলেন, একই সঙ্গে আলিফের বাবা জামাল উদ্দিনের ইচ্ছাপূরণে আলিফের নামে একটি মাদ্রাসাও গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর সার্সন রোডের বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওই অনুষ্ঠানে আলিফের বাবা জামাল উদ্দিনের সঙ্গে তার নাতনি তাসকিয়া উপস্থিত ছিল। এ সময় জামাল উদ্দিনের হাতে আর্থিক অনুদানও তুলে দেন মীর হেলাল উদ্দিন।

এ বিষয়ে বিএনপি নেতা মীর হেলাল উদ্দিন বলেন, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা আলিফের তিন বছরের মেয়ে তাসকিয়ার বিয়ে পর্যন্ত যাবতীয় দায়িত্ব নিচ্ছি।

আলিফের বাবা জামাল উদ্দিন বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের উচিত বিচার ও ফাঁসি চাই। আর আমার ছেলের নামে একটি মাদ্রাসা করতে চাই। লোহাগাড়া চুনতিহাট ৯নং ওয়ার্ড আবদুল লতিফ শাহ মাজার এলাকায় এ মাদ্রাসা গড়ে তোলার ইচ্ছা আছে। ওই স্থানে বর্তমানে ৩০ শিক্ষার্থীর একটি হিফজখানা পরিচালনা করছি।

আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আলিফ আমাদের সহযোদ্ধা। তার জন্য যা যা করা দরকার, আমরা করব।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর বেলা ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিন নামঞ্জুর করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা।

এক পর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সেটা সংঘর্ষে রূপ নেয়। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে (৩৫) মেথরপট্টি গলিতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ক্রীড়া প্রতিযোগিতার ৭ মাসেও মেলেনি পুরস্কার, ক্ষুব্ধ নোবিপ্রবির শিক্ষার্থীরা

পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর!

র‌্যাবের বন্দিশালায় থাকা ব্যারিস্টার আরমানের মুক্তির চেষ্টা করেছি : সাবেক আইজিপি মামুন

যারা নির্বাচন ঠেকাতে চায়, তারা ফ্যাসিবাদের দোসর : রফিক

আমার ডাকসুতে জেতা লাগবে না, বেঁচে থাকতে চাই : কাদের

নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্ট সেবা  চালু, সচল হলো যেসব স্থানে 

এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ারুল আবেদীনের ১৩তম মৃত্যুবার্ষিকী

জঙ্গলে লাশের গুঞ্জন, প্যাকেট খুলতেই যা মিলল

গোয়াল ঘরে লুকানো ছিল দেড় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি!

১০

সুলতান’স ডাইনে অভিজ্ঞতা ছাড়াই চাকরি, পাবেন একাধিক সুবিধা

১১

আমরা কেউ আস্থার জায়গায় নেই, এটি জাতীয় সংকট : ইসি আনোয়ারুল

১২

নুরকে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে : রাশেদ খান

১৩

টেকসই তৈরি পোশাক খাত নিয়ে ঢাকায় মতবিনিময় সভা ও প্রদর্শনী

১৪

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, যেভাবে দেখবেন

১৫

আইন মন্ত্রণালয়ে নতুন দুই যুগ্ম সচিবের নিয়োগ

১৬

সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে শিক্ষক নিয়োগ জনআকাঙ্ক্ষা পরিপন্থি : আজহারি

১৭

প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে উত্তাল চবি

১৮

অচেনা ধনকুবেরের কোটি টাকার উত্তরাধিকারী নেইমার!

১৯

সাতক্ষীরায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা শুরু

২০
X