সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ,  শ্রমিকদের কর্মবিরতি

কর্মবিরতি শেষে বাসায় ফিরছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
কর্মবিরতি শেষে বাসায় ফিরছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বাৎসরিক অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, বাৎসরিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে কারখানায় উপস্থিত হলেও কাজ করেননি কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। কাজে যোগ না দেওয়ায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। পরে কাজ না করেই শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান শ্রমিকরা।

সোমবার (৯ ‍ডিসেম্বর) সাভারের আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

পোশাক শিল্প মালিকদের সংগঠন ‘বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’ থেকে পাওয়া তথ্য বলছে, আশুলিয়া এলাকায় স্ব-বেতনে ছুটি বা শ্রমিকরা চলে গেছেন এমন কারখানার সংখ্যা ৭টি। এসব কারখানার মধ্যে রয়েছে এজে সুপার গার্মেন্টস লিমিটেড, ফিরোজা গার্মেন্টস লিমিটেড, নাসা সুপার গার্মেন্টস লিমিটেড, নাসা বেসিক লিমিটেড, মাম গার্মেন্টস লিমিটেড, আল মুসলিম অ্যাপারেলস লিমিটেড ও টাউজার লাইন লিমিটেড।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর কর্মকর্তারা জানান, আশুলিয়ার বিভিন্ন এলাকার নাসা, আল-মুসলিম, নিউএইজ, টাউজার লাইনের শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাসায় ফিরে যান। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও একাধিক কারখানার শ্রমিকরা জানান, শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা বিভিন্ন সময়ে বাৎসরিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ বৃদ্ধি, বাৎসরিক অর্জিত ছুটির বকেয়া টাকা প্রতি মাসে পরিশোধের দাবি জানিয়েছেন। এসব দাবির পাশাপাশি শ্রমিকরা নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিও জানান। এ সময় শ্রমিকরা কারখানার ভেতরের অংশে কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন কালবেলাকে বলেন, কিছু দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। মূলত শ্রমিকদের ১৮ দফা দাবির পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়ার কারণেই এমন পরিস্থিতির তৈরি হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে এখনই সিদ্ধান্ত না নিলে হয়তো সংকট আরও বাড়তে পারে।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া কালবেলাকে বলেন, সকালে নির্ধারিত সময়ে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ দেয়নি । নাসা, আল-মুসলিম, নিউএইজ, টাউজার লাইনের শ্রমিকরা বাৎসরিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে কাজ না করে কারখানার ভেতরে অবস্থান করেন। পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে তারা বাড়ি ফিরে যান। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১০

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১১

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১২

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৩

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৪

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৫

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৬

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৮

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৯

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

২০
X