জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজের জন্য বায়রার সভাপতি ও যুবলীগের সাবেক প্রসিডিয়াম সদস্য আবুল বাশার ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) নির্বাচনী এলাকায় ১৯টি গরু দান করেছেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) এসব গরু জবাই করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা গণভোজের আয়োজন করবে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকীতে গণভোজের জন্য বিতরণকৃত গরুগুলো রোববার (১৮ আগস্ট) সোনাগাজী ও দাগভুঞা উপজেলার ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার আওয়ামী লীগ নেতাদের কাছে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
দাগনভুঞা পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ জানান, বাশার সাহেব দলের দুর্দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি দলের তৃণমূলের প্রাণ। জাতীয় দিবস ও দলীয় সব অনুষ্ঠান পালনে তিনি ব্যক্তিগতভাবে বড় ধরনের আর্থিক সহায়তা করে থাকেন। বিগত বছরগুলোতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি মানুষকে ব্যাপকভাবে সহায়তা করেছেন।
এ বিষয়ে আবুল বাশার বলেন, আমি সাধ্য অনুযায়ী প্রতি বছর জাতীয় দিবস পালনে সহযোগিতা করে আসছি। এ বছর ব্যতিক্রম কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। তাই গণভোজের জন্য ১৯টি গরু নিয়েছি। রোববার গরুগুলো স্ব স্ব ইউনিয়ন ও পৌরসভায় পৌঁছে দেওয়া হবে।
মন্তব্য করুন