বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

হত্যা মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রধান শিক্ষক মো. ওমর ফারুক। ছবি : সংগৃহীত
প্রধান শিক্ষক মো. ওমর ফারুক। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশরাফুল ইসলাম হত্যা মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়া এনআইএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ভাণ্ডারিয়া পৌরশহরের দক্ষিণ ভাণ্ডারিয়া মহল্লার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ৪ আগস্ট সন্ধ্যা ৭টায় ঢাকায় মিরপুর মডেল থানার অদূরে সড়কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশ নেওয়া আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের ভাই আমিনুল ইসলাম ১২ সেপ্টেম্বর আদালতে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ১৯৯ জন নামীয় ও অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করা হয়। আদালত মিরপুর মডেল থানায় মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন। গত ২২ সেপ্টেম্বর মামলাটি মিরপুর মডেল থানায় এজাহারভুক্ত। ওই মামলায় প্রধান শিক্ষক ওমর ফারুককে ৪০ নম্বর আসামি করা হয়।

প্রধান শিক্ষকের স্ত্রী ফাতিমা খানম বলেন, আমার স্বামী ওমর ফারুক একজন নিরীহ মানুষ। তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাণ্ডারিয়ায় ছিলেন। তিনি ঢাকায় যাননি। এ ছাড়া তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন মাসুমের সঙ্গে কমিটি নিয়ে বিরোধ রয়েছে।

তিনি বলেন, অ্যাডভোকেট মাছুম বিদ্যালয়ে সভাপতি না হতে পেরে ষড়যন্ত্র করে আমার শিক্ষক স্বামী ওমর ফারুককে মামলায় আসামি করা হয়েছে। শুধু তাই নয় আমার স্বামীকে হয়রানির জন্য আরও দুটি মামলায় মিথ্যা আসামি করেছে। আমি সরকারের কাছে সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচারের জন্য আবেদন জানাচ্ছি।

ভাণ্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার বলেন, ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশরাফুল ইসলাম হত্যা মামলায় ওমর ফারুককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন কালবেলাকে বলেন, প্রধান শিক্ষক মো. ওমর ফারুককে মিরপুর মডেল থানার আশরাফুল ইসলাম হত্যা মামলার ৪০ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি। এ ছাড়া ওই মামলায় মোট ১৯৯ জন নামীয় এবং ১০০/২০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১০

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১১

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১২

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৩

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৪

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৫

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৬

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৭

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৮

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৯

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

২০
X