হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না : আব্দুল হালিম

চাঁদপুরে হাইমচরে কর্মী সম্মেলনে বক্তব্য দেন মাওলানা আব্দুল হালিম। ছবি : কালবেলা
চাঁদপুরে হাইমচরে কর্মী সম্মেলনে বক্তব্য দেন মাওলানা আব্দুল হালিম। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আদর্শের ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপস করেনি। জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা যুক্তির ভিত্তিতে আমাদের আদর্শ তুলে ধরে বাংলাদেশে ইসলামী সমাজ কায়েম করব ইনশাআল্লাহ।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরে হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। কাউকে চাঁদাবাজি করতে দেব না। এটি বন্ধ হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না। ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। রাজনীতি এবং চাঁদাবাজি জীবিকা নির্বাহের জন্য হবে না। রাজনীতি হবে মানুষের মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য। জামায়াতে ইসলামী রাজনীতিকে মনে করে ইবাদত। মানুষের সেবা ও কল্যাণ করা হচ্ছে ইবাদত। মানুষ এখন জামায়াতে ইসলামীর আদর্শের দিকে তাকিয়ে আছে।

জামায়াতের এ নেতা বলেন, জামায়াতে ইসলামীর প্রতি মানুষের অনেক আশা প্রত্যাশা। তাদের এই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের সবাইকে সংগঠনের দাওয়াত ও ইসলামের বাণী পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আসছে। তারা বিভিন্ন চেহারায় আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করতে চাই, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রতিবেশী আগ্রাসন শক্তি আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি দেশের স্বার্থে পতিত স্বৈরাচারী দল ছাড়া সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবো।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খান।

সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন। সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনে হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বাবার গুলিতে টেনিস তারকার মৃত্যু

এখনই বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিল্পার সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস করলেন সঞ্জয়

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিমি যানজট, যাত্রীরা চরম দুর্ভোগে 

নাক ডাকার সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, যা বললেন নেহা

১২ শিক্ষকের সেই স্কুলে এবারও সবাই ফেল

১০

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

১১

এসএসসিতে আমিরাতের ২ প্রতিষ্ঠানে পাসের হার ৭২ শতাংশ

১২

এক দেশে ৩৫%, অন্যদের ২০% শুল্কের ইঙ্গিত ট্রাম্পের

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

১৪

গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা চরমে

১৫

প্রথম প্রেম ভুলতে পারেননি আনুশকা

১৬

রাবিপ্রবিতে প্রথমবার ছাত্রদলের কমিটি

১৭

শেষ ওভারের নাটকীয়তায় রংপুরের জয়

১৮

প্রতিদিন ১৫ মিনিট হাঁটলেই ৭ পরিবর্তন আসবে আপনার

১৯

কক্সবাজারে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

২০
X