সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

চুল কাটতে বলায় মারধর, ১১ মাস অজ্ঞান থাকা সেই বৃদ্ধের মৃত্যু

নিহত মানুদাকান্ত লাহিড়ী। ছবি : কালবেলা
নিহত মানুদাকান্ত লাহিড়ী। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুষ্টুমির ছলে বড় চুল কাটতে বলায় মানুদাকান্ত লাহিড়ী নামে এক বৃদ্ধকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে মশিউর রহমান ও তার দুই ছেলে। দীর্ঘ ১১ মাস অজ্ঞান থাকার পর মারা গেলেন সেই বৃদ্ধ মানুদাকান্ত।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ১১ মাস অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। নিহত মানুদাকান্ত উপজেলার কৈজুরী ইউনিয়নের জামিরতা গুদিবাড়ী গ্রামের মৃত লক্ষীকান্ত লাহিড়ীর ছেলে।

এর আগে গত ১৬ জানুয়ারি তাকে পিটিয়ে জখম করে একই গ্রামের মশিউর রহমান ও তার তার দুই ছেলে আবির রহমান (২৫) ও নিবির রহমান সনি (২২)।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সিরাজগঞ্জ হাসপাতালে মানুদাকান্দ মারা যান। সদর থানা পুলিশ তার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মানুদাকান্ত আহত হওয়ার পরপরই তার স্ত্রী শান্তনা লাহিড়ী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

তিনি আরও বলেন, মামলার পর আসামিরা উচ্চ আদালত থেকে অগ্রিম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে আসামিরা সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে ১৮ দিন জেলহাজতে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন পান। বর্তমানে তারা জামিনে মুক্ত আছেন।

ওসি আরও বলেন, ঘটনার সময় ৩২৬ ধারায় দায়ের করা মামলার সঙ্গে ৩০২ ধারা যোগ করার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি জামিরতা গুদিবাড়ি গ্রামে একটি চায়ের দোকানে চা পান করছিলেন মানুদাকান্ত। সেখানে এলাকার কয়েক তরুণ আড্ডা দিচ্ছিল এবং হাসি-তামাশা করছিল। এ সময় মানুদাকান্ত তামাশার ছলে তাদের বড় চুল কাটতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে একই গ্রামের মশিউর রহমানের বখাটে দুই ছেলে আবির রহমান ও নিবির রহমান তাদের বাবার কাছে অভিযোগ করে। এরপর ওই দিনই মশিউর মানুদাকান্তকে ফোনে বাড়িতে ডেকে আনেন। সে আসার সঙ্গে সঙ্গে বাবা ও তার দুই ছেলেসহ অজ্ঞাত আরও কয়েকজন তাকে বেধড়ক পেটায় এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে রাখে।

স্থানীয়রা উদ্ধার করে তাকে শাহজাদপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে বগুড়া, পরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। ঢাকার ওই হাসপাতালে চিকিৎসার ব্যয় মেটাতে না পারায় অজ্ঞান অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে মৃত্যুর আগ পর্যন্ত এ হাসপাতালেই অজ্ঞান চিকিৎিসাধীন ছিলেন মানুদাকান্ত।

নিহতের ভাতিজা তুষার কান্ত লাহিড়ী বলেন, আমরা সেদিন রাতেই কাকাকে বগুড়া থেকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করি। মারধরে কাকার মাথার খুলি ভেঙ্গে গিয়েছিল। মাথায় অস্ত্রোপচারের পরে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে লাইভ সাপোর্টে রাখার পর খরচ যোগাতে না পেরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি। মৃত্যুর আগ পর্যন্ত ওই হাসপাতালেই তিনি অজ্ঞান অবস্থায় ভর্তি ছিলেন। প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা খরচ করেও কাকাকে বাঁচাতে পারলাম না।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, আমরা আদালতে ৩০২ ধারা সংযোজন করার আবেদন করেছি। আদালত এ আবেদনের শুনানি করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিকদার গ্রুপের ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

যে কারণে কনসার্ট থেকে বাদ ন্যান্সি

নারায়ণগঞ্জ / আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আড়াই কোটি টাকা অনুদান প্রদান

নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয় : রহমাতুল্লাহ

ভারতের একাধিক চেকপোস্ট গুঁড়িয়ে দিল পাকিস্তানের সেনারা

ইরান দূতাবাসের শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ

নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালেন নাহিদ ইসলাম

মোহাম্মদপুর-বছিলা এলাকায় যানজট নিরসনে ডিএমপির আট নির্দেশনা

১০

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

১১

বিচার চলাকালীন আ.লীগের নিবন্ধন স্থগিত করতে হবে : নাহিদ ইসলাম

১২

‘সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই’

১৩

স্বৈরাচারের দোসরদের বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ 

১৪

‘সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন’ ড. ইউনূসকে মির্জা ফখরুল

১৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বদলে গেল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি

১৬

শুরু হয়েছে ‘মুক্ত সুরের ছন্দ’

১৭

কোকা কোলা বর্জন শুরু করেছে ইউরোপের এক দেশ

১৮

সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

১৯

হার্ভার্ডে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা চরমে, ঝুঁকিতে ইহুদি শিক্ষার্থীরাও

২০
X