

ভারতীয় আধিপত্যবাদ আমাদের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করে রেখেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ। বিজয় সমাবেশে তিনি বলেন, ’২৪-এর আন্দোলনের মাধ্যেমে এ দেশ আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হয়েছে। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করলে ছাত্রশিবির ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে সিলেট নগরীতে মহানগর ছাত্রশিবির আয়োজিত বিজয় শোভাযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
শরীফ মাহমুদ বলেন, বাংলাদেশ ৫৪ বছর পূর্বে স্বাধীন হলেও এদেশের খালে বিলে মানুষের লাশ পাওয়া যেত। এদেশের মানুষ প্রকৃত অর্থে স্বাধীনতা লাভ করেনি। ২৪ আমাদের সেই স্বাধীনতা এনে দিয়েছে।
শরীফ মাহমুদ আরও বলেন, ২৪ এর অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। তাই আসুন, ৫৪তম বিজয় দিবসের শিক্ষা হোক, আমরা সবাই মিলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। যে বাংলাদেশে সব শ্রেণিপেশার, ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে কাজ করব।
নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে বন্দরবাজারের কোর্ট পয়েন্টে এসে সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর সেক্রেটারি শাহীন আহমদ, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন।
ছাত্রশিবির সিলেট মহানগরের অফিস সম্পাদক শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর অর্থ সম্পাদক মাসুদ আলম, সাহিত্য সম্পাদক আফম সারওয়ার, প্রচার ও মিডিয়া সম্পাদক নাঈম হোসাইনসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন