তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

বরগুনায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে ৫০ হাজার মানুষ

সংস্কার না হওয়ায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা
সংস্কার না হওয়ায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছবি : কালবেলা

বরগুনার তালতলী উপজেলার ব্রিজ ঘাট থেকে মালিপাড়া স্লুইসগেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বেহাল দশা তিন বছর ধরে।

তালতলী উপজেলা শহরের সঙ্গে এই সড়ক দিয়ে তিন ইউনিয়ন বড়বগী, নিশানবাড়ীয়া, সোনাকাটার যোগাযোগ। তবে সড়কের বেহাল দশায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েতে হচ্ছে এই অঞ্চলের জনসাধারণের।

ব্রিজ ঘাট থেকে মালিপাড়া স্লুইসগেট গিয়ে দেখা যায়, মালিপাড়া আলমের চায়ের দোকান থেকে ছোট ভাইজোড়া মাদ্রাসা পর্যন্ত ২ কিলোমিটার সড়ক দিয়ে চলাচল অনুপযোগী। পিচঢালা উঠে ইটের খোয়া বের হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে ধুলার কারণে পথচারীরা নাক চেপে হাঁটছেন। অন্যদিকে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে।

ছোট ভাইজোড়া মাদ্রাসার শিক্ষক আ. মুতালিব বলেন, তিন ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই রাস্তা দিয়ে যেতে হয়। ফলে অন্তঃসত্ত্বা নারীসহ রোগীদের দুর্ভোগের যেন শেষ নেই।

স্থানীয়দের অভিযোগ, তিন ইউনিয়নে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করেন। ৩ বছরের অধিক সময় ধরে এই সড়কের সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের এই বেহাল দশায় পণ্যপরিবহনসহ যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটিতে চলাচলকারী মোটরসাইকেল, রিকশা, ইজিবাইক, আলফা গাড়ির যন্ত্রাংশ। ফলে নষ্ট গাড়ি মেরামত করতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে চালকের।

পথচারীরা জানান, গত তিন বছর ধরে এই সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। অথচ তালতলী থানা, উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি দপ্তরে যেতে হয়। দ্রুত এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তাদের।

স্থানীয় মুদি ব্যবসায়ী মো. সোহরাফ, ইউনুস, শাহজাহান, বলেন, মালিপাড়া সুলিজের উপরের রাস্তাটি এতই খারাপ যে কয়েকদিন পরপরই গাড়ি উল্টে যায়। মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে অনেক যাত্রীরা।

তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেন, ব্রিজ ঘাট থেকে মালিপাড়া স্লুইসগেট সড়কটির অবস্থা খারাপ। এটি জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন সড়কটি ঠিক হবে।

এ বিষয়ে তালতলী উপজেলা এলজিইডি প্রকৌশলী বলেন, এই রাস্তাটি খুব দ্রুতই সংস্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিশ্বকাপ দল প্রস্তুত, মেসিকে নিয়ে যা জানালেন কোচ

যুবককে গুলি করে হত্যা

গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে

পরিত্যক্ত খামার থেকে রাশিদুলের মাথার খুলি ও হাড় উদ্ধার

ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

আগুনে পুড়ল ৬ ঘর

আ.লীগ নেতা এখন জামায়াত ইসলামীর ওয়ার্ড আমির

অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মার্টিন

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর

বাংলাদেশের দেয়া চিঠির জবাব কবে দিচ্ছে আইসিসি, জানাল বিসিবি

১০

বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১১

বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসির বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়

১২

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

কেমন থাকবে আজকের ঢাকার তাপমাত্রা

১৫

ভেনেজুয়েলার মতো কৌশল কি ইরানের ক্ষেত্রেও খাটাবে যুক্তরাষ্ট্র?

১৬

আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই : সেলিমুজ্জামান

১৭

১১ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

জনগণকে সরকারের পক্ষে নামার আহ্বান ইরানি কর্তৃপক্ষের

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী

২০
X