কক্সবাজারের মহেশখালীর শাপলাপুরে আগ্নেয়াস্ত্রসহ শাহাব উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে শাপলাপুরের মনিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘চিহ্নিত সন্ত্রাসী’ শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার নামে মহেশখালী থানায় দুটি অস্ত্র মামলাসহ আরও ১০টি মামলা রয়েছে।
মন্তব্য করুন