কুমিল্লায় স্কুলছাত্র রমজান আলী (৮) হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৩ আগস্ট) বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা নগরীর বিষ্ণুপুর ভূঁইয়া বাড়ির মো. আজহারুল ইসলাম রিপন এবং একই জেলার বুড়িচং উপজেলার গাজী বাড়ির আইয়ুব আলী।
মামলার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০০৭ সালের পয়লা জুলাই সকাল ১০টার দিকে শিশু রমজান আলী খেলতে গিয়ে নিখোঁজ হয়।
পর দিন বুড়িচং থানায় সাধারণ ডায়েরি এবং এলাকায় মাইকিং করেন স্বজনরা। পরে ৩ জুলাই শিশুটির মরদেহ উদ্ধার করে বুড়িচং থানা-পুলিশ।
ওই দিনই শিশুর বাবা মো. হাবিল মিয়া বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা করেন।
মামলার বিচারে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও প্রত্যককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আইয়ুব আলী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপরজন আজহারুল ইসলাম রিপন পলাতক।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন বলেন, ‘আশা করছি, উচ্চ আদালত এ রায় বহাল রাখবে। এর ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. মফিজুল ইসলাম। আসামিদের ইচ্ছে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন