খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গলায় ফাঁস দিয়ে আব্দুল মমিন ( ৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রোববার (১৩ আগস্ট) উপজেলার বর্ণাল ইউনিয়নের করিম মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। আব্দুল মমিন একই এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
নিহতের বড় ছেলে নজরুল ইসলাম জানান, গত শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী ও মেয়ের সাথে ঝগড়া করে তাদের ঘর থেকে বের করে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি।
এরপর তারা বড় ছেলের বাসায় রাত যাপন করেন। সকালে তাকে ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ অবস্থায় উচ্চ শব্দে গানের আওয়াজ শুনে তারা ফিরে আসে।
পরে দুপুরের দিকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে গেলে ঘরের আড়ার সাথে রশিতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকার লোকজনকে জানানো হয়। এ সময় উচ্চ শব্দে মোবাইলে গান বাজছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন