ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

দুই সমিতির দ্বন্দ্ব, ৭ দিন ধরে বাস চলাচল বন্ধ

দুই সমিতির দ্বন্দ্ব, ৭ দিন ধরে বাস চলাচল বন্ধ
ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর রুটে বাস চলাচলকে কেন্দ্র করে দিনাজপুর বাস মালিক সমিতি ও পার্বতীপুর বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এর জেরে সাত দিন ধরে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে এ রুটে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেকার হয়ে পড়েছেন বাসের চালক, সহকারীসহ সংশ্লিষ্ট অর্ধশত শ্রমিক।

ফুলবাড়ী-রংপুর সড়কে চলাচলকারী শারমিন পরিবহনের একটি বাসের চালক মঈনুল ইসলাম এবং ফুলবাড়ী বাসস্ট্যান্ডের বুকিং মাস্টার ও শ্রমিকনেতা ইমদাদুল হক বলেন, ১৮ ডিসেম্বর থেকে দুই পক্ষের দ্বন্দ্বে ফুলবাড়ী-রংপুরে সরাসরি বাস চলছে না। এতে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়েছে, তেমনি বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। কবে থেকে বাস চলবে, তা-ও বলা যাচ্ছে না।

জানা যায়, দিনাজপুর বাস মালিক সমিতির পক্ষ থেকে ফুলবাড়ী-রংপুর সড়কে ১১টি বাস দীর্ঘ ২০ বছর ধরে চলাচল করছে। এর মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির বাস রয়েছে মাত্র একটি।

সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী বাসস্ট্যান্ডে সারি সারি বাস পড়ে আছে। শ্রমিকরা স্ট্যান্ড চত্বরে অলস সময় গল্পগুজব করে পার করছেন। তাদের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ। কবে বাস চলাচল শুরু হবে, আর পরিবার নিয়ে ভালোমন্দ খেয়ে চলবেন- এমনটাই তাদের আরজি।

এ বিষয়ে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী স্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম মাহাবুবুল আলম বুলবুল বলেন, মালিকদের দ্বন্দ্বের জেরে ফুলবাড়ী থেকে সরাসরি রংপুর সড়কে বাস চলাচল বন্ধ হয়েছে সাত দিন ধরে। এতে অর্ধশত শ্রমিক বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন পার করছেন। কবে এর সুরাহা হবে, তা-ও নিশ্চিত করে বলা যাচ্ছে না। পার্বতীপুর মালিক সমিতি তাদের এলাকার ওপর দিয়ে ফুলবাড়ী থেকে সরাসরি রংপুরগামী বাস চলাচল বন্ধ করে দিয়ে পার্বতীপুরের মহেশপুর থেকে রংপুর রুটে বাস চলাচল করাচ্ছে।

পার্বতীপুর বাস মালিক সমিতির সেক্রেটারি ফয়জার রহমান বলেন, পুরো দিনাজপুর জেলায় দুটি মালিক সমিতি রয়েছে। ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে দিনাজপুর জেলায় পড়েছে ৩৫ কিলোমিটার। এর মধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকা আর অবশিষ্ট ১৮ কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা। কিন্তু বিগত আওয়ামী শাসনামলে দিনাজপুর মালিক সমিতি পার্বতীপুর মালিক সমিতির একটি মাত্র বাস চলাচল করতে দেয়। বর্তমানে পার্বতীপুর মালিক সমিতির আরও ১০টি বাস এ রুটে চলাচলের জন্য দিনাজপুর বাস মালিক সমিতিকে চিঠি দেওয়া হয়। কিন্তু সে চিঠির কোনো উত্তর না পাওয়ায় বাধ্য হয়ে ১৮ ডিসেম্বর পার্বতীপুর এলাকার ওপর দিয়ে ফুলবাড়ী থেকে রংপুরের মধ্যে চলাচলকারী বাস বন্ধ করে দেওয়া হয়েছে।

দিনাজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ বলেন, বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। দু-একদিনের মধ্যে এর সমাধান হতে পারে।

জানতে চাইলে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে বাস মালিকের দুপক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে। আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় বালুমহাল দখল নিতে ফের গুলি, আহত যুবক

শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমার বিবেচনা করবেন ট্রাইব্যুনাল

নারায়ণগঞ্জকে সবুজায়ন করতে এক লাখ গাছ রোপণ

খতিবকে কোপানো সেই বিল্লাল বললেন ‘ভুল করেছি’

আসছে কমেডি সিরিজ ‘বিবাহ অতঃপর’

জানাজায় প্রথমবার মুখ খুললেন হুমায়রার বাবা

যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না : তারেক রহমান

শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইয়ের শিরশ্ছেদ করলেন শ্বশুর

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নারী ‍আসনে সরাসরি নির্বাচনের দাবিতে মহিলা পরিষদের সমাবেশ

১০

খারাপ প্রস্তাব তো এখনো পাই : বাঁধন

১১

বৃষ্টিতে তলিয়ে গেছে সাড়ে ৬০০ চিংড়ি ঘের

১২

বিবেক জাগান

১৩

‘যারা অতিরিক্ত বিএনপি বিএনপি করে তারা দোসর ও সুবিধাভোগী’

১৪

জবি ছাত্রদলের আরেক নেতার পদত্যাগ

১৫

মেয়েকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজালেন বাবা

১৬

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ১ মৃত্যু, হাসপাতালে ৩৯১

১৭

টালিউডে পা রাখছেন নওশাবা

১৮

মিটফোর্ডের ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই : রিজভী

১৯

পুলিশকে কুপিয়ে হাতকড়া নিয়ে পালানো সেই আসামি ফের গ্রেপ্তার

২০
X