সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ লাশের ওপর নৃত্য করে ইতিহাস তৈরি করেছে : ড. রেজাউল করিম

আ.লীগ লাশের ওপর নৃত্য করে ইতিহাস তৈরি করেছে : ড. রেজাউল করিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে লাশের ওপর নৃত্য করার এক ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. রেজাউল করিম বলেন, শেখ মুজিব বলেছিল, সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছিলাম চোরের খনি। এই চোরকে রূপান্তরিত করে শেখ হাসিনা ডাকাততন্ত্রে পরিণত করেছিলেন। এই ডাকাতরাই আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এ ডাকাতরাই আমাদের ভাতের অধিকার লুণ্ঠন করেছে। এই ডাকাতরাই দুর্নীতি করেছে। এ ডাকাতরাই মানুষের ওপর অবিচার করেছে। এই আওয়ামী লীগের ডাকাতরাই সেনা সদস্যদের হত্যা করেছে, আলেম-ওলামাকে বেইজ্জতি করেছে দেশপ্রেমিক নাগরিকদের হত্যা করেছে। বাংলার এই জমিনে আ.লীগের জুলুমতন্ত্রের বিচার হবেই।

তিনি আরও বলেন, ‘এই বাংলাদেশ শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং তাদের উত্তরসূরি যারা জীবন দিয়েছেন; তারা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই বাংলাদেশ নতুনভাবে স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশকে শেখ হাসিনা তার পৈতৃক সম্পত্তি বানিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে এক বাবাকে হত্যা করা হয়েছে। বাবা শহীদ হয়েছেন। সন্তান বাবাকে দাফন করার জন্য যখন ভ্যানে করে লাশ নিয়ে যাওয়ার সময় পুলিশ যখন শুনতে পেয়েছে এ বাবা আন্দোলনের সময় রাস্তায় ছাত্রসমাজকে পানি দিয়েছে, খাবার দিয়েছে, এ কারণে পুলিশ ওই বাবাকে হত্যা করেছে। এটা শোনার পর ওই সন্তানকেও গুলি করে বাবার মতো লাশ করে ফেলেছে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার বলেন, জামায়াত নিষিদ্ধের তিন দিনের ব্যবধানে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছেন। শেখ হাসিনার বিচার একদিন বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খিলপাড়া ইউনিয়ন সভাপতি আজগর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জামায়াতের নোয়াখালী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ছাইফ উল্যাহ, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভা আমির মাওলানা আক্তার হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর হোসাইন রিয়াজ, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন প্রমুখ।

চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলনে ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২৬ সেশনের ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১০

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১১

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১২

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৩

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৪

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৫

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

১৬

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

১৭

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

১৮

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

১৯

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে : দুলু

২০
X