কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১০ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া চিনিকলের যন্ত্রাংশ অন্য চিনিকলে স্থানান্তরে বাধা, ক্ষুব্ধ স্থানীয়রা

কুষ্টিয়া চিনিকলের যন্ত্রাংশ অন্য চিনিকলে স্থানান্তরে বাধা, ক্ষুব্ধ স্থানীয়রা
কুষ্টিয়া চিনিকলের প্রধান ফটক। ছবি : কালবেলা

কুষ্টিয়া চিনিকলের যন্ত্রাংশ অন্য চিনিকলে স্থানান্তরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে কুষ্টিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারাসহ স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজশাহী সুগার মিলের কতিপয় কর্মকর্তা কুষ্টিয়া সুগার মিলের কিছু যত্রাংশ তাদের মিলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারাসহ স্থানীয়রা জানতে পারলে কুষ্টিয়া চিনিকলের প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় ট্রাকে ভর্তি যন্ত্রাংশ আটকে দেন। পরে এমন সিদ্ধান্ত থেকে সরে আসেন কুষ্টিয়া চিনিকলের কর্মকর্তারা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শাখার সভাপতি এসএম মহাসিন আলী জানান, কুষ্টিয়া চিনিকল ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে কুষ্টিয়া চিনিকলের উৎপাদন কার্যক্রম। বর্তমান সরকার মিলটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়। অথচ হঠাৎ করেই আমরা জানতে পারি কুষ্টিয়া চিনিকলের যন্ত্রাংশ রাজশাহী চিনিকলে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার নেতারাসহ স্থানীয়রা ঘটনাস্থলে যাই। চিনিকলসহ বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। কুষ্টিয়া চিনিকলের কোনো যন্ত্রাংশ অন্য চিনিকলে যাবে না মর্মে অবহিত করলে তারা ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

ঘটনাস্থলে উপস্থিত কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফরহাদ হোসেন জানান, কুষ্টিয়া চিনিকল একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান। উত্তর ও দক্ষিণ বঙ্গের কয়েকটি ভারি শিল্পের মধ্যে অন্যতম। অথচ এই চিনিকলটি কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আশা করব, দ্রুত এই চিনিকলটি চালু করবে কর্তৃপক্ষ। একই সঙ্গে কুষ্টিয়া চিনিকলের কোনো যন্ত্রাংশ অন্য কোনো চিনিকলে যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

স্থানীয় বিএনপি নেতা আব্দুল আলিম জানান, কুষ্টিয়া চিনিকলের মুল্যবান যন্ত্রাংশ রাজশাহী চিনিকলে নিয়ে যাওয়া হচ্ছিল। তা আটকে দেওয়া হয়েছে। আমরা আশা করব, এ ধরনের পরিকল্পনা থেকে সরে আসবে কর্তৃপক্ষ। একই সঙ্গে উৎপাদন বন্ধ রাখা কুষ্টিয়া চিনিকল দ্রুত চালুর দাবি জানান তিনি।

কুষ্টিয়া চিনিকলের ইনচার্জ হাবিবুর রহমান কালবেলাকে জানান, কর্তৃপক্ষের নির্দেশেই কুষ্টিয়া চিনিকল থেকে যন্ত্রাংশ রাজশাহী চিনিকলে নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু স্থানীয় এলাকাবাসী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা তাতে বাধা দেন। তার পর থেকে ওই সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসা হয়েছে। পরবর্তী কর্তৃপক্ষের সিদ্ধান্তমতে ব্যবস্থা নেওয়া হবে।

২০২০ সালে কুষ্টিয়া চিনিকলসহ দেশের ৬টি চিনিকলের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখে সরকার। তার পর থেকে এসব চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েক হাজার পরিবার ভীষণ অর্থকষ্টে পড়েন। গত ২ ডিসেম্বর সরকার বন্ধন চিনিকলগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে দারাজ, কাজ করতে পারবেন নিজ নিজ জেলায়

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে : টুকু

‘জুলাই সনদ’ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি

‘সিলেটে পাথর লুটে জড়িতদের পুরো তালিকা প্রকাশ করবে প্রশাসন’

নির্ধারিত সময়ে হয়নি ওষুধের তালিকা হালনাগাদ ও মূল্য নির্ধারণ প্রতিবেদন

পরশু, তরশু নাকি আজই?

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

স্ত্রীর প্রতারণার ভয়ংকর বর্ণনা দিলেন শওকত

যে ৩৩ ওষুধের দাম কমিয়েছে ইডিসিএল

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

১০

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

১১

দ্বিতীয় ধাপে কলেজ পেতে যা করতে হবে শিক্ষার্থীদের, জানাল শিক্ষা বোর্ড

১২

দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেব না : চরমোনাই পীর

১৩

ভারতের মাটিতে আ.লীগের তৎপরতা নিয়ে ২ দেশের পাল্টাপাল্টি অবস্থান 

১৪

শিক্ষককে ছাত্রীর ছুরিকাঘাত, থানায় মামলা

১৫

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

১৬

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৭

আলোচিত সেই কৃষি কর্মকর্তা বদলি

১৮

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

১৯

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

২০
X