মেহেন্দীগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে গর্ভধারণ না করেই দুধ দিচ্ছে গরু, এলাকায় চাঞ্চল্য

গর্ভধারণ ছাড়াই ১৭ মাসের বকনা বাছুর দুধ দিচ্ছে! ছবি : কালবেলা
গর্ভধারণ ছাড়াই ১৭ মাসের বকনা বাছুর দুধ দিচ্ছে! ছবি : কালবেলা

বাচ্চা প্রসবের পর গাভি দুধ দেবে, এটাই স্বাভাবিক। তবে গর্ভধারণ ছাড়াই ১৭ মাসের বকনা বাছুর দুধ দিচ্ছে! অস্বাভাবিক এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বরিশালের মেহেন্দীগঞ্জে। না জেনে অনেকে একে অলৌকিক মনে করলেও স্থানীয় প্রাণিসম্পদ অফিস বলছ, হরমোনের প্রভাবে বিরল এ বৈশিষ্ট্য দেখা যেতে পারে। বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেচর গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

সরেজমিন জানা যায়, এক বছর আগে বিদেশি জাতের চারটি গরু দিয়ে একটি খামার শুরু করেন বিদেশি জাতের চারটি বকনা বাছুর লালন-পালনের মাধ্যমে। তাদের মধ্যে ১৭ মাস বয়সী একটি বকনা বাছুর হঠাৎ দুধ দেওয়া শুরু করে। বাছুর প্রসব ছাড়াই গরুটি এভাবে দুধ দেওয়ায় বিস্মিত বাড়ির লোকজন। প্রথম প্রথম তারা সে দুধ ফেলে দিতেন।

এদিকে, গর্ভধারণের আগেই বকনা বাছুরের দুগ্ধবতী হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরুটিকে দেখতে আসছেন অনেকে। কুসংস্কারের প্রভাবে কেউ কেউ মানত করে সে দুধ কিনেও নিচ্ছেন।

বিশেষজ্ঞদের অভিমত, বিরল হলেও এ ঘটনা অস্বাভাবিক বা অলৌকিক কিছু নয়। হরমোনের তারতম্যে প্রাণীদেহে নানা রকম পরিবর্তনের মতো এ রকমও ঘটতে পারে। প্রতিদিন তিন কেজি করে সকাল-বিকেল দুধ দিচ্ছে।

গরুর মালিক মো. মহি উদ্দিন ফকির ধূলিয়া মধ্যেচর গ্রামের মৃত আ. মন্নান ফকিরের ছেলে।

স্থানীয় মসজিদের ইমাম মাহাতাব হোসেন ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি জীবনেও দেখিনি এমন অলৌকিক ঘটনা, বাচ্চাবিহীন গরুতে দুধ দেয়। আল্লাহর নেয়ামত, আমি নিজেও দেখেছি এবং সে দুধ খেয়েছি। গরুর মালিক মহি উদ্দিন ফকির আমাদের মসজিদের সভাপতি। এটা আল্লাহ তায়ালার কুদরত এবং নেয়ামত। যেভাবে আল্লাহ তায়ালা আমাদের তা খাওয়াচ্ছেন, ঠিক সেভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা একান্ত কর্তব্য।

মহি উদ্দিন ফকির জানান, ১৭ মাস বয়সী বাছুরকে গোসল করাতে গেলে গরুটির দুধের বাঁট ফোলা দেখে ধারণা করেন এর বাত রোগ হয়েছে। পরে স্থানীয় প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করলে একজন ডাক্তার এসে জানান গরুটির ওলানে দুধ জমেছে। প্রথম কয়েক দিন ১-২ লিটার দুধ দেয়। এখন দুধের পরিমাণ বেড়েছে। প্রতিদিন তিন থেকে সাড়ে তিন কেজি দুধ দিচ্ছে। পরিবারের সদস্যরা এই দুধ পান করছেন। মাঝেমধ্যে এলাকার লোকজনকেও বিনামূল্যে দিচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

১০

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

১১

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১২

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১৩

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১৪

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

১৫

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১৬

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১৭

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১৮

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৯

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

২০
X