রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের অদূরে জেলে গোবিন্দ হালদারের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। যা প্রায় সাড়ে ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের দুলালের আড়তে নিয়ে আসা হয়।
এর আগে ভোর রাতের দিকে পদ্মা ও যমুনার মোহনায় সাত নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।
সেখানে প্রকাশ্য নিলামে ১৩৫০ টাকা দরে মাছটি ২৬ হাজার ৫০০ টাকায় ক্রয় করেছেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।
মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর ২০ কেজি ওজনের মাছটি ১ হাজার ৩৫০ টাকা দরে ক্রয় করে পরে মাছটি ঢাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি। সে আমার অতি পরিচিত হওয়ায় দরদাম করিনি সে যেটা লাভ দেয় তাই নিব। মাছটি এখন ঢাকায় পাঠানো হচ্ছে।
মন্তব্য করুন