শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

কেজিতে ১ টাকায় মিলছে মুলা ও ফুলকপি

জয়পুরহাটের আক্কেলপুরে ফুলকপি বিক্রির চিত্র। ছবি : কালবেলা
জয়পুরহাটের আক্কেলপুরে ফুলকপি বিক্রির চিত্র। ছবি : কালবেলা

কৃষিপ্রধান এলাকা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে এবার মৌসুমি সবজির প্রচুর ফলন হয়েছে। এ কারণে বাজারে অল্প দামে সেগুলো বিক্রি হচ্ছে।

সপ্তাহ ধরে মৌসুমের সবচেয়ে কম দামে সবজি বিক্রি হয়েছে আক্কেলপুর কলেজ হাট পাইকারি বাজারে। কলেজ হাট পাইকারি বাজারে ফুলকপি প্রতি কেজি ২ টাকা, মুলা ১ টাকা, শিম ৬ টাকা, বেগুন ১০ টাকা, ছোট কালো বেগুন ৭ টাকা, পালংশাক ৬ টাকা, শসা ১৫ টাকা, আলু ৩৫ থেকে ৪০ টাকা, পেঁয়াজ ৪০, কাঁচামরিচ ৩০ টাকা, ধনেপাতা ১৫ টাকা, বাঁধাকপি প্রতিটি ১০ থেকে ১২ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এতে নিম্ন আয়ের মানুষ অল্প দামে সবজি কিনতে পারলেও লোকসানের মুখে পড়েছেন কৃষকরা।

কৃষি অধিদপ্তর থেকে জানা যায়, উপজেলায় শীতকালে ২৪ থেকে ২৫ ধরনের শাকসবজির চাষ হয়ে থাকে, গ্রীষ্মকালে চাষ হয় ১৫ থেকে ১৬ ধরনের শাকসবজি। শীত মৌসুমে আক্কেলপুর পৌরসভা ও ৫টি ইউনিয়নে নানা জাতের সবজি চাষ করেছেন কৃষকরা। বর্তমানে শীতকালীন বেগুন, শিম, পালং ও লালশাক, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, টমেটো, মরিচসহ বিভিন্ন ধরনের সবজি বাজারে উঠেছে। কলেজ বাজার হাটে প্রায় সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ রয়েছে।

চাষিরা জানান, মৌসুমের শুরুতে মুলা ৪০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি করলেও ১৫ দিন ধরেই কমেছে সবজির দাম। ১৫ দিন আগে ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা বিক্রি করলেও এখন তা সর্বোচ্চ ২ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে। শুরুতে ভালো দাম পাওয়া গেলেও এখন দাম কমে আসায় লোকসানের মুখে কৃষকদের পড়তে হচ্ছে।

উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের মুলা চাষি মো. মজিবর রহমান আক্ষেপ করে বলেন, ‘এক টাকায় চকলেট না মিললেও মিলছে এক কেজি মুলা। এতে করে ভ্যান ভাড়া ও লেবারেরও খরচা উঠছে না। আমি এবার এক বিঘা জমিতে মুলা চাষ করেছি। আজ (বৃহস্পতিবার) হাটে ৬ মণ মুলা নিয়ে এসেছি। মৌসুমের প্রথমে মুলার ভালো দাম পেলেও আজ এক থেকে দেড় টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। এতে করে উৎপাদিত ফসলের ন্যায্য দামও পাচ্ছি না।’

চাষি তুহিন বলেন, ‘আমি পালংশাক নিয়ে এসেছিলাম। কিন্তু বিক্রি করতে না পারায় হাটে ফেলে দিয়ে গেলাম।’

আক্কেলপুর কলেজ বাজারের সবজি বিক্রেতা মো. আমিনুর হোসেন বলেন, ‘বাজারে প্রচুর শীতের সবজি আমদানি হওয়ায় দাম কমেছে। এখন বাজারে সবজির দামে ধস নেমেছে। কৃষকের আয় কমেছে। তবে ক্রেতারা অল্প দামে সবজি পেয়ে বড্ড খুশি।’

বাজারে আসা ক্রেতা মিনার হোসেন বলেন, ‘সবজির সরবরাহ আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, এ কারণে দামও কমে এসেছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, ‘উপজেলায় চলতি মৌসুমে শীতকালীন সবজির আবাদ হয়েছে ৫৩০ হেক্টর জমিতে। গত বছর সবজির উৎপাদন ভালো হয়েছিল। আশা করা হচ্ছে এ বছরও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলতি মৌসুমে সবজির ভালো ফলন হওয়ায় ও বাজারে সরবরাহ বেশি থাকায় দামও কমে এসেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবাকে হত্যা করে ঘরে পুঁতে রাখল জুয়ায় আসক্ত ছেলে

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১০

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১১

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১২

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৩

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৪

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৫

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৬

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৭

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৮

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

১৯

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

২০
X