আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

কেজিতে ১ টাকায় মিলছে মুলা ও ফুলকপি

জয়পুরহাটের আক্কেলপুরে ফুলকপি বিক্রির চিত্র। ছবি : কালবেলা
জয়পুরহাটের আক্কেলপুরে ফুলকপি বিক্রির চিত্র। ছবি : কালবেলা

কৃষিপ্রধান এলাকা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে এবার মৌসুমি সবজির প্রচুর ফলন হয়েছে। এ কারণে বাজারে অল্প দামে সেগুলো বিক্রি হচ্ছে।

সপ্তাহ ধরে মৌসুমের সবচেয়ে কম দামে সবজি বিক্রি হয়েছে আক্কেলপুর কলেজ হাট পাইকারি বাজারে। কলেজ হাট পাইকারি বাজারে ফুলকপি প্রতি কেজি ২ টাকা, মুলা ১ টাকা, শিম ৬ টাকা, বেগুন ১০ টাকা, ছোট কালো বেগুন ৭ টাকা, পালংশাক ৬ টাকা, শসা ১৫ টাকা, আলু ৩৫ থেকে ৪০ টাকা, পেঁয়াজ ৪০, কাঁচামরিচ ৩০ টাকা, ধনেপাতা ১৫ টাকা, বাঁধাকপি প্রতিটি ১০ থেকে ১২ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এতে নিম্ন আয়ের মানুষ অল্প দামে সবজি কিনতে পারলেও লোকসানের মুখে পড়েছেন কৃষকরা।

কৃষি অধিদপ্তর থেকে জানা যায়, উপজেলায় শীতকালে ২৪ থেকে ২৫ ধরনের শাকসবজির চাষ হয়ে থাকে, গ্রীষ্মকালে চাষ হয় ১৫ থেকে ১৬ ধরনের শাকসবজি। শীত মৌসুমে আক্কেলপুর পৌরসভা ও ৫টি ইউনিয়নে নানা জাতের সবজি চাষ করেছেন কৃষকরা। বর্তমানে শীতকালীন বেগুন, শিম, পালং ও লালশাক, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, টমেটো, মরিচসহ বিভিন্ন ধরনের সবজি বাজারে উঠেছে। কলেজ বাজার হাটে প্রায় সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ রয়েছে।

চাষিরা জানান, মৌসুমের শুরুতে মুলা ৪০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি করলেও ১৫ দিন ধরেই কমেছে সবজির দাম। ১৫ দিন আগে ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা বিক্রি করলেও এখন তা সর্বোচ্চ ২ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে। শুরুতে ভালো দাম পাওয়া গেলেও এখন দাম কমে আসায় লোকসানের মুখে কৃষকদের পড়তে হচ্ছে।

উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের মুলা চাষি মো. মজিবর রহমান আক্ষেপ করে বলেন, ‘এক টাকায় চকলেট না মিললেও মিলছে এক কেজি মুলা। এতে করে ভ্যান ভাড়া ও লেবারেরও খরচা উঠছে না। আমি এবার এক বিঘা জমিতে মুলা চাষ করেছি। আজ (বৃহস্পতিবার) হাটে ৬ মণ মুলা নিয়ে এসেছি। মৌসুমের প্রথমে মুলার ভালো দাম পেলেও আজ এক থেকে দেড় টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। এতে করে উৎপাদিত ফসলের ন্যায্য দামও পাচ্ছি না।’

চাষি তুহিন বলেন, ‘আমি পালংশাক নিয়ে এসেছিলাম। কিন্তু বিক্রি করতে না পারায় হাটে ফেলে দিয়ে গেলাম।’

আক্কেলপুর কলেজ বাজারের সবজি বিক্রেতা মো. আমিনুর হোসেন বলেন, ‘বাজারে প্রচুর শীতের সবজি আমদানি হওয়ায় দাম কমেছে। এখন বাজারে সবজির দামে ধস নেমেছে। কৃষকের আয় কমেছে। তবে ক্রেতারা অল্প দামে সবজি পেয়ে বড্ড খুশি।’

বাজারে আসা ক্রেতা মিনার হোসেন বলেন, ‘সবজির সরবরাহ আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, এ কারণে দামও কমে এসেছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, ‘উপজেলায় চলতি মৌসুমে শীতকালীন সবজির আবাদ হয়েছে ৫৩০ হেক্টর জমিতে। গত বছর সবজির উৎপাদন ভালো হয়েছিল। আশা করা হচ্ছে এ বছরও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলতি মৌসুমে সবজির ভালো ফলন হওয়ায় ও বাজারে সরবরাহ বেশি থাকায় দামও কমে এসেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা সেচ ক্যানেলে নেমে ২ শিশুর মৃত্যু 

ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে সৌরজগতের সবচেয়ে দ্রুতগতির গ্রহ

পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে : ডা. তাহের

ডাকসুর নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার, মুখ খুললেন সাদিক কায়েম

নিখোঁজের পর নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

আরও উন্নত ব্যাকআপ সুবিধা নিয়ে গুগল

গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা

পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

১০

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য

১১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৩ জন

১২

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

১৩

কোন জিনিস কতদিন ব্যবহার করা নিরাপদ

১৪

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

১৫

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

১৬

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

১৭

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

১৮

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

১৯

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

২০
X