সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মানববন্ধন

সোমবার বিকেল ৩টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০-১২ জন মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি : কালবেলা
সোমবার বিকেল ৩টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০-১২ জন মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি : কালবেলা

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক তাদের সঙ্গে বৈষম্য করেছে ও যথাযথ সম্মান না দেখানোয় এ প্রতিবাদ মানববন্ধন করেন তারা। পরে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজকসহ দায়িত্বশীলরা তাদের গ্যালারিতে বসে খেলা দেখার জন্য নিয়ে যান।

সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকে ১০-১২ জন এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় ‘সিলেটের সমন্বয়করা কোথায়’, ‘বিসিবির বৈষম্য মানি না, মানব না’, ‘আহতদের সম্মান ও স্বীকৃতি’ তাদের হাতে থাকা প্লেকার্ডে লেখা দেখা যায়।

মানববন্ধনে উপস্থিত বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রেজাউল ইসলাম নাহিদ বলেন, ঢাকা পর্বে আন্দোলনে আহতদের জন্য আলাদাভাবে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল ও তাদের যথাযথ সম্মান করা হয়েছে। কিন্তু এখানে আমাদের কোনো সম্মান দেওয়া হয়নি ও কোনো যোগাযোগও করা হয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছেন। আমরা সবার প্রাপ্য সম্মান চাই।

মানববন্ধনে অংশ নেওয়া আহত সেলিম আহমদ বলেন, আমাদের দাবি সুচিকিৎসা বাস্তবায়ন ও যথাযথ মূল্যায়ন। এখানে আমাদের মূল্যায়ন করা হচ্ছে না।

এদিকে মানববন্ধন চলাকালে উপস্থিত হন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বিসিবির সভাপতিকে বিষয়টি অবগত করলে বিষয়টি নজরে আসে এবং সঙ্গে সঙ্গে ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজকসহ সংশ্লিষ্টরা প্রধান ফটকে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। বিকেল সাড়ে ৪টার দিকে আহতদের গ্যালারিতে নিয়ে খেলা দেখার ব্যবস্থা করে দেন। সেখানে বসেই তারা খেলা উপভোগ করেন।

এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এটা মোটেই কাম্য না, তারা সময়ের সাহসী সন্তান। তাদের সাহসীকতায় আজকে মুক্ত একটি পরিবেশে এই খেলা হচ্ছে। তারা তাদের অধিকারের জন্য এখানে জড়ো হয়েছিল। আমি বিষয়টি জানতে পেরে বিসিবি সভাপতিকে অবগত করি। তিনি বিষয়টি জানার পরপর সংশ্লিষ্টদের পাঠিয়ে আহতদের খেলা দেখার ব্যবস্থা করে দেন।

তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক।

মানববন্ধনে আহতদের মধ্যে উপস্থিত ছিলেন- রেজাউল ইসলাম নাহিদ, আরিফুল ইসলাম, সেলিম আহমদ, আলাল আহমদ, আব্দুল মতিন, শাহাদাত হোসেন, তানিম, সাজন আহমদ সাজু, আজহার উদ্দিন সুজন ও মোহাম্মদ ইকবাল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিঘিতে ভেসে উঠল মরদেহ

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত

বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী, কারা তারা

নখ কাটার ছোট পিনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ

এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে

আজ বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’

প্রতীক না ব্যক্তি, কী দেখে ভোট দেবেন মানুষ, জানা গেল জরিপে

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন অনলাইনেই

আজ পদত্যাগ কর‍তে পারেন দুই ছাত্র উপদেষ্টাই

তৃতীয় অ্যাশেজের জন্য দল ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার

১০

শাকিব ছাড়া লগ্নি করতে চায় না কেউ, এটা সুসংবাদ নয়: অপু বিশ্বাস

১১

কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী

১২

কত শতাংশ মানুষ নির্বাচনে আ.লীগকে চান না, জানা গেল জরিপে

১৩

প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন স্মিথ

১৪

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৫

কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ

১৬

দামেস্কের সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

১৭

বিগ ব্যাশ: রিশাদের ম্যাচ কবে কখন, সতীর্থ কারা

১৮

মেয়ের ভুয়া ফেসবুক প্রোফাইল নিয়ে কড়া বার্তা ঐশ্বরিয়ার

১৯

বিলের জলে লোকসংস্কৃতির ঢেউ 

২০
X