কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে কাউন্সিলরকে হত্যা, সঙ্গে থাকা নারী হাওয়া

আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু। ছবি : সংগৃহীত
আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু। ছবি : সংগৃহীত

কক্সবাজারে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করা হয়েছে। এখন জানা যাচ্ছে ওই কাউন্সিলরের সঙ্গে এক নারীও ছিলেন। কিন্তু ঘটনার পর ওই নারী উধাও। এদিকে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১২টার দিকে সাগরপাড়ের হোটেল মোটেল জোনের গোল্ডেন হিল নামে একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু খুলনার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আব্দুস সালাম গুলিবিদ্ধ গোলাম রব্বানী টিপুকে তার অটোরিকশায় তুলে সদর হাসপাতালে নিয়ে যান। আব্দুস সালাম বলেন, হোটেল সি-গাল পয়েন্ট সৈকতে নামার কাঠের সিঁড়িতে একটি গুলির আওয়াজ শুনে দাঁড়াই। দেখি এক ব্যক্তি ঢলে পড়ছেন। এর পাশেই দুজন লোক দ্রুত একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজনও দিগ্‌বিদিক ছুটতে থাকে। তখন গুলিবিদ্ধ ব্যক্তিকে তার অটোরিকশায় তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

এদিকে হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। পরে রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।

হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শফিক কালবেলাকে বলেন, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী টিপুসহ তিনজন হোটেল যান। পরে তিনি হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট ৭০০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন। ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রব্বানী এবং অপর কক্ষে দুজন অবস্থান করছিলেন। সন্ধ্যার পর গোলাম রব্বানী টিপু হোটেল থেকে বের হয়ে আর ফেরেননি বলে জানান তিনি।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার ইফতেখারসহ নিহত গোলাম রব্বানী টিপু সকালে কক্সবাজারে যান। হোটেল গোল্ডেন হিলের ‘অতিথি লিপিবদ্ধ বই’ এ দেখা গেছে আটক ইফতেখার, নিহত গোলাম রব্বানী টিপুর সঙ্গে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন। কিন্তু পরে রুমি নামে ওই নারীকে পাওয়া যায়নি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. জসিম উদ্দিন কালবেলাকে বলেন, রাতে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে দিয়ে রাস্তা গোলাম রব্বানী টিপু হাটছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

১০

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

১১

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

১২

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

১৩

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

১৪

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১৫

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১৬

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১৭

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৮

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৯

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

২০
X