কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে কাউন্সিলরকে হত্যা, সঙ্গে থাকা নারী হাওয়া

আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু। ছবি : সংগৃহীত
আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু। ছবি : সংগৃহীত

কক্সবাজারে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করা হয়েছে। এখন জানা যাচ্ছে ওই কাউন্সিলরের সঙ্গে এক নারীও ছিলেন। কিন্তু ঘটনার পর ওই নারী উধাও। এদিকে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১২টার দিকে সাগরপাড়ের হোটেল মোটেল জোনের গোল্ডেন হিল নামে একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু খুলনার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আব্দুস সালাম গুলিবিদ্ধ গোলাম রব্বানী টিপুকে তার অটোরিকশায় তুলে সদর হাসপাতালে নিয়ে যান। আব্দুস সালাম বলেন, হোটেল সি-গাল পয়েন্ট সৈকতে নামার কাঠের সিঁড়িতে একটি গুলির আওয়াজ শুনে দাঁড়াই। দেখি এক ব্যক্তি ঢলে পড়ছেন। এর পাশেই দুজন লোক দ্রুত একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজনও দিগ্‌বিদিক ছুটতে থাকে। তখন গুলিবিদ্ধ ব্যক্তিকে তার অটোরিকশায় তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

এদিকে হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। পরে রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু।

হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শফিক কালবেলাকে বলেন, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী টিপুসহ তিনজন হোটেল যান। পরে তিনি হোটেলটির দুই কক্ষ বিশিষ্ট ৭০০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন। ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রব্বানী এবং অপর কক্ষে দুজন অবস্থান করছিলেন। সন্ধ্যার পর গোলাম রব্বানী টিপু হোটেল থেকে বের হয়ে আর ফেরেননি বলে জানান তিনি।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার ইফতেখারসহ নিহত গোলাম রব্বানী টিপু সকালে কক্সবাজারে যান। হোটেল গোল্ডেন হিলের ‘অতিথি লিপিবদ্ধ বই’ এ দেখা গেছে আটক ইফতেখার, নিহত গোলাম রব্বানী টিপুর সঙ্গে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন। কিন্তু পরে রুমি নামে ওই নারীকে পাওয়া যায়নি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. জসিম উদ্দিন কালবেলাকে বলেন, রাতে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে দিয়ে রাস্তা গোলাম রব্বানী টিপু হাটছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে জাল টাকা

ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর নিষ্ক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি: দেবযানী

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

মারা গেলেন কিংবদন্তি জার্মান অভিনেতা

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

১০

এ ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্র

১১

দুধ দিয়ে গোসল করে দাম্পত্যের ইতি টানলেন প্রবীর

১২

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৩

রাকুলের সতর্কবার্তা

১৪

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১৫

হেলে পড়া ভবন পরিদর্শন শেষে যা জানাল বিসিসি

১৬

মধ্যরাতে পাকিস্তানের বোমা হামলায় ৯ আফগান শিশুসহ নিহত ১০

১৭

যেসব দেশে থাকার জন্য টাকা পাওয়া যাবে

১৮

নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

১৯

মধ্যপ্রাচ্যে খাদ্য সহায়তায় নতুন কৌশলে যুক্তরাষ্ট্র

২০
X