রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১১:২২ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তারকৃত চার যুবক। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত চার যুবক। ছবি : কালবেলা

বগুড়ায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (রকেট) এজেন্টের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, একাধিক দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে শহরের রহমান নগর ও অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদরের রহমান নগর জিলাদার পাড়ার আব্দুস সালামের ছেলে মো. জিহাদ (২৩), সদরের মালগ্রাম মধ্যপাড়ার মৃত রাঘুর ছেলে মো রাসু (২০), ইসলামপুর হরিগাড়ি এলাকার মো. চান মিয়ার ছেলে মো. আরিফ আহম্মেদ কবির (২৪) ও সূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. রিয়াদ (১৯)।

সংবাদ সম্মেলনে সুমন রঞ্জন সরকার জানান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে কামারগাড়ি এলাকায় রকেট এজেন্সির ডিলারের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই হয়। এ ব্যাপারে ৭ জানুয়ারি সদর থানায় মামলা দায়ের হয়। তদন্ত করতে গিয়ে ছিনতাইকারী চক্রের সন্ধান পাওয়া যায়।

তিনি জানান, শুক্রবার ভোর ৪টার দিকে শহরের রহমান নগর জিলাদারপাড়ায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য জিহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘরের মধ্যে একটি টেডি বিয়ার পুতুলের ভেতরে লুকিয়ে রাখা তিন রাউন্ড গুলিভর্তি ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল ও খাটের নিচ থেকে সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরে তার স্বীকারোক্তিতে শহরের খান্দার ও মালগ্রাম এলাকা থেকে ছিনতাইকারী চক্রের অপর তিন সদস্য রাসু, কবির ও রিয়াদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে অপরাধে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাই আইনে মামলা করেছে। অস্ত্র ও অন্যান্য বিষয়ে তথ্য পেতে পরে তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদর থানার ওসি এসএম মঈনুদ্দীনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজ ইস্যুতে আসিফ নজরুলের কড়া বার্তা

ঢাকার পাঁচ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৩১ জনের বৈধ

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১১ কিশোর

বরিশালে আটকে গেল বিএনপি প্রার্থী সান্টুর মনোনয়ন

ছাত্রলীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মাদুরোর ছবি প্রকাশ, জানা গেল সঠিক অবস্থান

নিরাপত্তা ও মুস্তাফিজ ইস্যুতে আইসিসিকে চিঠি দিতে যাচ্ছে বিসিবি

কারা হেফাজতে চিকিৎসাধীন আ.লীগ নেতার মৃত্যু

জুলাই যোদ্ধাদের ত্যাগে ভোটাধিকার ফিরেছে : মেজর হাফিজ

প্রথমবারের মতো মুখ খুললেন ভেনেজুয়েলার বিরোধী নেতা

১০

ভেনেজুয়েলার ক্ষমতা যাবে কার হাতে?

১১

মুস্তাফিজ–আইপিএল ইস্যুতে যা বলছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা

১২

অভ্যুত্থান হয়েছিল দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য : জুনায়েদ সাকি

১৩

এনসিপির ১ নেতাকে অব্যাহতি

১৪

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৫

তারেক রহমানকে সমবেদনা জানালেন হিন্দু সম্প্রদায়ের নেতারা

১৬

চবিতে ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১.৯৯ শতাংশ, এক অভিভাবকের মৃত্যু

১৭

দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট : উপদেষ্টা রিজওয়ানা

১৮

জাগপা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার

১৯

ছুরিকাঘাতের পর গায়ে আগুন / শরীয়তপুরের সেই ব্যবসায়ী খোকন দাসের মৃত্যু

২০
X