নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিজিবির ওপর হামলায় চোরাকারবারি দলের প্রধান গ্রেপ্তার

বিজিবির ওপর হামলায় গ্রেপ্তার আহাদুল্লাহ। ছবি : ছবি : কালবেলা
বিজিবির ওপর হামলায় গ্রেপ্তার আহাদুল্লাহ। ছবি : ছবি : কালবেলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকায় বিজিবির ওপর হামলার ঘটনায় চোরাকারবারি দলের প্রধান আহাদুল্লাহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পানিহাতা গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান ব্যাপক হারে বেড়ে যাওয়ায় চোরাচালান বন্ধে সম্প্রতি মাঠে নামে বিজিবি। এরই অংশ হিসেবে গত ৫ জানুয়ারি রাতে পানিহাতা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২টি ভারতীয় গরু, ১০ জানুয়ারি রাতে পানিহাতা তালতলার মাঠ থেকে প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য এবং সবশেষ ১০ জানুয়ারি রাতে পানিহাতা চায়না মোড় এলাকার একটি মাঠ থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।

এ নিয়ে চোরাকারবারি দলের সদস্যরা বিজিবির ওপর ক্ষিপ্ত হয়। পাশাপাশি চোরাকারবারি দুই পক্ষের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়। এ দ্বন্দ্বের জেরে গত ১২ জানুয়ারি দুপুরে পানিহাতা চায়না মোড়ে দুই পক্ষের মাঝে মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনায় সীমান্তে কড়াকড়ি করে রামচন্দ্রকুড়া বিজিবি। রাত গভীর হওয়ার আগেই পানিহাতা এলাকার সব দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়ে টহল জোরদার করা হয়।

এদিকে রাত দশটার দিকে পানিহাতা মসজিদ মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জুব্বারসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের চলে যেতে নির্দেশনা দেন এবং লাঠি চার্জ করেন। এতে স্থানীয়রাসহ চোরাচালানে জড়িতদের স্বজনরা বিজিবির ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। এতে চোরাচালানকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যান।

পরে রামচন্দ্রকুড়া ক্যাম্প থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে আক্রমণকারীদের ধরতে রাতেই ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে বিজিবির ওপর হামলার ঘটনায় পানিহাতা গ্রামের সামাদুল ইসলাম (৩৮), একই গ্রামের রফিকুল ইসলাম (৩০) ও আব্দুল হাইকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে এবং হামলার ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা করে বিজিবি। পরবর্তীতে আজ বিকেল সাড়ে চারটার দিকে পানিহাতা গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে আহাদুল্লাহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা কালবেলাকে ব‌লেন, বিজিবির ওপর হামলার ঘটনার মামলায় আজ ‌বি‌কে‌লে একজনকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই ওয়ালটনে কাজের সুযোগ, আবেদন যেভাবে

যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

ফের প্রেমে পড়লেন বিল গেটসকন্যা

৪০ দিনের বেশি নাভির নিচের লোম পরিষ্কার না করলে নামাজ হবে কি?

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : ঐক্য ও গণতান্ত্রিক প্রত্যয়ের বার্তা

নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক প্রাণঘাতী হামলা

দস্যু আতঙ্কে পেশা বদলাচ্ছেন বনজীবীরা

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০

প্রথমবার একসঙ্গে শাহরুখ-রজনীকান্ত

জুমাবারে মসজিদে সামনের কাতারে কি জায়গা জুড়ে রাখেন, যা বলছে ইসলাম

১০

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে নতুন দ্বন্দ্ব

১১

মনটা দেশে পড়ে থাকে: কেয়া পায়েল

১২

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? 

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

১৪

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ

১৫

দেশব্যাপী দোয়ার আয়োজন বিএনপির 

১৬

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

১৭

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৮

আজ ৩০০ ফিটের সব বর্জ্য অপসারণ করবে বিএনপি

১৯

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

২০
X