শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩২
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিজিবির ওপর হামলায় চোরাকারবারি দলের প্রধান গ্রেপ্তার

বিজিবির ওপর হামলায় গ্রেপ্তার আহাদুল্লাহ। ছবি : ছবি : কালবেলা
বিজিবির ওপর হামলায় গ্রেপ্তার আহাদুল্লাহ। ছবি : ছবি : কালবেলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকায় বিজিবির ওপর হামলার ঘটনায় চোরাকারবারি দলের প্রধান আহাদুল্লাহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পানিহাতা গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান ব্যাপক হারে বেড়ে যাওয়ায় চোরাচালান বন্ধে সম্প্রতি মাঠে নামে বিজিবি। এরই অংশ হিসেবে গত ৫ জানুয়ারি রাতে পানিহাতা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২টি ভারতীয় গরু, ১০ জানুয়ারি রাতে পানিহাতা তালতলার মাঠ থেকে প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য এবং সবশেষ ১০ জানুয়ারি রাতে পানিহাতা চায়না মোড় এলাকার একটি মাঠ থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।

এ নিয়ে চোরাকারবারি দলের সদস্যরা বিজিবির ওপর ক্ষিপ্ত হয়। পাশাপাশি চোরাকারবারি দুই পক্ষের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়। এ দ্বন্দ্বের জেরে গত ১২ জানুয়ারি দুপুরে পানিহাতা চায়না মোড়ে দুই পক্ষের মাঝে মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনায় সীমান্তে কড়াকড়ি করে রামচন্দ্রকুড়া বিজিবি। রাত গভীর হওয়ার আগেই পানিহাতা এলাকার সব দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়ে টহল জোরদার করা হয়।

এদিকে রাত দশটার দিকে পানিহাতা মসজিদ মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জুব্বারসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের চলে যেতে নির্দেশনা দেন এবং লাঠি চার্জ করেন। এতে স্থানীয়রাসহ চোরাচালানে জড়িতদের স্বজনরা বিজিবির ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। এতে চোরাচালানকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যান।

পরে রামচন্দ্রকুড়া ক্যাম্প থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে আক্রমণকারীদের ধরতে রাতেই ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে বিজিবির ওপর হামলার ঘটনায় পানিহাতা গ্রামের সামাদুল ইসলাম (৩৮), একই গ্রামের রফিকুল ইসলাম (৩০) ও আব্দুল হাইকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে এবং হামলার ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা করে বিজিবি। পরবর্তীতে আজ বিকেল সাড়ে চারটার দিকে পানিহাতা গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে আহাদুল্লাহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা কালবেলাকে ব‌লেন, বিজিবির ওপর হামলার ঘটনার মামলায় আজ ‌বি‌কে‌লে একজনকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর সঙ্গে সকালে হাঁটতে বেরিয়ে লাশ হলেন স্ত্রী

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে : দুদু

পায়ের যে লক্ষণ দেখলে ডায়াবেটিস পরীক্ষা করানো উচিত

ঘরে তালা দিয়ে ওয়াজ মাহফিলে পরিবার, অতঃপর...

রাজধানীর মিরপুরে ভাইবোন গুলিবিদ্ধ

বাড়ির ছাদে প্রেমিকার মায়ের হাতে ধরা পড়লেন যুবক, অতঃপর...

আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা : রিজভী

বিএনপি নেতাকে আটক করায় সড়ক অবরোধ

২৫৫ জন নিয়োগ দেবে ডাক বিভাগ

‘আ.লীগ ত্রিমুখী ষড়যন্ত্র ও গোপন সমঝোতা করে ক্ষমতায় এসেছিল’

১০

আজ থেকে শুরু ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

১১

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা

১২

প্রি-অর্ডার চলছে রুহুল আমিনের ‘মোহ কাঠের নৌকা’র 

১৩

জর্ডান নিয়ে ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন করছেন ট্রাম্প

১৪

‘আ.লীগ বিডিআর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা তদন্ত করা উচিত’

১৫

শহীদ সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

১৬

‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই 

১৭

অটোরিকশার সঙ্গে প্রাণও গেল নিখোঁজ কিশোরের

১৮

বড় দুশ্চিন্তায় জেলেনস্কি

১৯

ইজতেমায় হামলার গুজব, আটক ব্যক্তিকে পুলিশের জিজ্ঞাসাবাদ

২০
X