হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রশি নিয়ে সোহেলের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা

রশি নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান। ছবি : কালবেলা
রশি নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান। ছবি : কালবেলা

প্রেমের সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকের বাড়িতে রশি নিয়ে অবস্থান নিয়েছেন অন্তঃসত্ত্বা প্রেমিকা। প্রেমিক সোহেল বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন ভুক্তভোগী কিশোরী (১৬)।

সোমবার (২০ জানুয়ারি) নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রেমিক সোহেল উদ্দিন (২৫) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিরবিরি গ্রামের নবীর উদ্দিনের ছেলে।

জানা গেছে, মাদ্রাসায় যাওয়া আসার পথে পরিচয় হয় তাদের। পরে সোহেল প্রেমের প্রস্তাব দেন কিশোরীকে। রাজি না হওয়ায় হুমকিসহ শুরু হয় উত্যক্ত করা। একপর্যায়ে বাধ্য হয়ে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। কয়েক মাস পর শারীরিক সম্পর্কও হয় তাদের। পরে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন শারীরিক সম্পর্কের একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কিশোরী। এ সময় ভ্রূণ নষ্ট করতে চাপ সৃষ্টি করেন সোহেল। শেষে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন সোহেল।

তিনি বলেন, সোহেলের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি দেড় মাসের অন্তঃসত্ত্বা। পেটের সন্তান নষ্ট করতে সোহেল আমাকে মেডিসিন দেয়। মেডিসিন না খাওয়ায় সে আমাকে মারধর করে। একপর্যায়ে বিয়ে করবে না বলেও জানিয়ে দেয়। এখন যদি সে আমাকে বিয়ে না করে আমি এই দড়ি দিয়ে আত্মহত্যা করব।

সরেজমিনে দেখা যায়, ভুক্তভোগী কিশোরী ঘরের সামনে একটি চেয়ারে বসে আছেন, হাতে সাদা প্লাস্টিকের দড়ি। আশপাশে নারী-পুরুষসহ ছোট ছোট বাচ্চাদের ভিড়।

এলাকাবাসীরা জানান, শুনেছি একটি মেয়ে এই বাড়িতে চলে এসেছে, তাই দেখতে এসেছি। মেয়েটি আসার খবর পেয়ে পরিবারের সবাই ঘরে তালা দিয়ে পালিয়ে গিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আশ্রাফ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমি উভয় পক্ষের মধ্যে সমাধানের জন্য আলোচনা করছি। সমাধান না হলে ভুক্তভোগী ও তার পরিরবার আইনগত ব্যবস্থা নেবে।

অভিযুক্ত সোহেলের সঙ্গে কথা বললে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন তিনি। বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে সোহেল বলেন, কিশোরীর পরিবারের সঙ্গে কথা চলছে।

এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল হক বলেন, বিষয়টি শুনেছি এবং থানার একটি টিম ঐএলাকায় গিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানবতাবিরোধী আসামি বিরত থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব’

পাবিপ্রবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত

দিল্লির পদক্ষেপে নজর রাখছে ঢাকা

শেখ মুজিবকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী এক্সে পোস্ট করেছে কি?

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

দ্বিতীয় দিনেও জ্বলছে তোফায়েল আহমদের বাড়ি, চলছে লুটপাট 

ভারতে আবারও যুদ্ধবিমান বিধ্বস্ত

বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মচারীদের কী সুখবর দিলেন সিনিয়র সচিব

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদদের স্মরণে জবি শিবিরের দোয়া মাহফিল

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ধানমন্ডি ৩২’

১০

ইয়ামাহা শোরুম রুবেল এক্সপ্রেস পরিদর্শন করেছেন খুলনা টাইগার্সের খেলোয়াড়রা

১১

রাতে একসঙ্গে মদপান, সকালে ৩ জনের মৃত্যু

১২

শেখ হাসিনা ভারতে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন : মেজর হাফিজ

১৩

ন্যাশনাল পিপলস যুব পার্টির ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় জামায়াতের নিন্দা

১৫

এই সময় শিশুদের স্বাস্থ্য সমস্যা ও করণীয়

১৬

হাসিনার মিথ্যা ও বানোয়াট বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ

১৭

৩২ নম্বরে ভাঙচুরের কারণ জানাল সরকার

১৮

গাজায় দুর্ঘটনায় ইসরায়েলের দুই সেনা নিহত, আহত ৮

১৯

ভারতীয় হাইকমিশনারকে তলব

২০
X