গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
মহাসড়কের সফিপুর আনসার একাডেমির ১ নম্বর ফটক এলাকায় বুধবার (১৬ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কোট বাজালিয়া গ্রামের বাসিন্দা। উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, যাত্রী নিয়ে অটোরিকশা চালিয়ে আনোয়ার উল্টো পথে সফিপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের বাসা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হন।
এ ঘটনায় অটোরিকশার এক যাত্রীও আহত হয়েছেন। তার নাম জানা যায়নি।
নাওজোর কোনাবাড়ি হাইওয়ে থানার ইনর্চাজ আতিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক পলাতক। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মন্তব্য করুন