রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আসছে নতুন রাজনৈতিক দল’

রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন। ছবি : কালবেলা
রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এবং ‘জাতীয় নাগরিক কমিটি’ মিলে একটি মধ্যমপন্থি রাজনৈতিক দল ঘোষণা করবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রংপুর কারমাইকেল কলেজে পীরগাছা ও কাউনিয়া উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আখতার বলেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে একটি নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের কাজ করছে। সেই ভাষার ওপর ভিত্তি করে দেশের মানুষকে একত্রিত করার চেষ্টা করছি। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন এই দলকে এগিয়ে নিতে ও কার্যক্রমকে গতিশীল করবে।

তিনি বলেন, ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন এ দলটির নামকরণ এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত একশটিরও বেশি নাম প্রস্তাব এসেছে। যে নামটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং দলের লক্ষ্য ও উদ্দেশের সঙ্গে মিলে যাবে সেটি হবে দলের নাম। এখন পর্যন্ত ২০০ থানা কমিটি করা হয়েছে এবং জানুয়ারির মধ্যে ৪০০ থানা কমিটি হবার পর ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে।

জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা আছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন অনেকগুলো কাজ করেছে। তারপরেও তারা সবার কাছে পৌঁছাতে পারেনি। সেখানে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে বললে আমরা শুনেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেন আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে শহীদ পরিবার ও আহতদের কাছে তাদের ন্যায্য পাওনা পৌঁছে দেবে। জুলাই অভ্যুত্থানের পাঁচ মাস পরেও শহীদ পরিবার ও আহতদের এখন পর্যন্ত পুরোপুরি পুনর্বাসনের আওতায় আনতে পারেনি। এই ব্যর্থতার জায়গা থেকে সরকার যেন শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা করে। এ ছাড়া আহতদের ঘরে ঘরে গিয়ে চিকিৎসার খরচ পৌঁছে দেওয়া ও হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে তাদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

আখতার বলেন, অন্তর্বর্তী সরকার পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাড়া যে কোনো দল বিএনপি ও বাম দলগুলোর প্রতি রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেছে। কারো প্রতি কোনো জুলুম নির্যাতনের ঘটনা ঘটেছে বলে আমরা লক্ষ্য করিনি। ছাত্রদের মধ্য থেকে সরকারের তিনজন প্রতিনিধি আছেন তারা তাদের কাজগুলো করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে খানাখন্দ, দুর্ভোগ লাখো মানুষের

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

১০

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটন

১১

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা

১২

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

১৩

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

১৪

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১৮

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

১৯

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

২০
X