ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করে স্বামীকে আইফোন, প্রেমিককে দিলেন সোনার চেইন

স্বামী ও প্রেমিকসহ তরুণী সুমাইয়া। ছবি : সংগৃহীত
স্বামী ও প্রেমিকসহ তরুণী সুমাইয়া। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। পরে চুরি করা সেই মালামাল বিক্রি করে স্বামীকে কিনে দেন আইফোন। পাশাপাশি প্রেমিককে উপহার দেন চুরি করা সোনার চেইন। এ ঘটনায় অবশেষে তিনজনই ধরা পড়লেন পুলিশের জালে।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা ও ঘোড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণী ও তার স্বামীসহ প্রেমিককে আটক করে ভৈরব থানা পুলিশ।

আটকরা হলো- ভৈরব পৌর শহরের জগন্নাথপুর আওয়াল কান্দা এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে সুমাইয়া বেগম (১৮) ও তার স্বামী রুহান মিয়া (২০)। এ ছাড়া পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার ভাড়াটিয়া রাসেল মিয়ার ছেলে ও সুমাইয়ার প্রেমিক শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত আবেদ আলীর ছেলে আক্তার হোসেন (১৯)।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার চুরির অভিযোগ পেয়ে শহরের নিউটাউন এলাকায় যায় ভৈরব থানা পুলিশ। সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে যে কোনো একসময়ে নিউটাউন এলাকার বাসিন্দা বান্টি বেগমের বাড়িতে ৬ ভরি ১১ আনা স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনার সার্বিক তদন্ত করে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ২৮ জানুয়ারি বান্টি বেগমের ভাগনি নিধীর বান্ধবী সুমাইয়াকে আটক করে থানায় আনা হয়। সুমাইয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চুরি করেছে। পরে তার দেওয়া তথ্যমতে, সুমাইয়ার স্বামী রুহান ও তার প্রেমিক আক্তার হোসেনকে আটক করে থানায় আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদে ১৪ আনা ওজনের একটি চেইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বান্টি বেগম বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে অভিযোগকারী বান্টি বেগম বলেন, আমাদের বাড়িতে একসময় ভাড়া থাকত সুমাইয়া ও তার পরিবার। গত শনিবার আমি ও আমার মা বেড়াতে গিয়েছিলাম। আমার বড় বোনের মেয়ে নিধীর বান্ধবী সুমাইয়া। ওইদিন সন্ধ্যায় আমরা বাড়িতে না থাকার সুযোগে সুমাইয়া গোপনে ঘরে প্রবেশ করে চুরি করে। সে আমাদের ঘরের আলমিরাতে থাকা ১৪ আনা ওজনের ১টি সোনার চেইন, ১ ভরি ওজনের ১টি সোনার ব্রেসলেট, ৩ আনা ওজনের ১টি সোনার আংটি, ৫ আনা ওজনের ১টি সোনার আংটি, ৩.৫ ভরি ওজনের ১টি সোনার হার, ২টি সোনার কানের দুলসহ সর্বমোট ৬ ভরি ১১ আনা সোনা নিয়ে যায়। আমার চুরি হওয়ার মালামাল পেতেই আমি থানায় অভিযোগ দিয়েছি। সুমাইয়ার পরিবার আমাদের চুরি হওয়ার স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীন বলেন, গত শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সুমাইয়া তার বান্ধবী নিধীর বাড়িতে যায়। তখন নিধীর মামি ও নানু বাড়িতে ছিল না। সেই ফাঁকে সুমাইয়া স্বর্ণালংকার চুরি করে নিয়ে আসে। সুমাইয়াকে আটকের পর জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে। সুমাইয়া স্বর্ণালংকার বিক্রি করে তার স্বামীর জন্য ১ লাখ টাকা দিয়ে আইফোন ও নিজের জন্য একটি স্মার্ট ফোন কিনেছে। তার কাছে কিছু নগদ টাকাও পাওয়া গেছে। সুমাইয়ার দেয়া তথ্যমতে, তার প্রেমিক আক্তার হোসেনের কাছ থেকে একটি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০১ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

টিভিতে আজকের খেলা

আড়িয়াল খাঁ নদে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ

০১ মে : আজকের নামাজের সময়সূচি

‘চাকরি খেয়ে ফেলব’, কারারক্ষীকে আ.লীগ নেতার হুমকি

মাদ্রাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

মুরাদনগরে উপদেষ্টার পদত্যাগ দাবির মিছিলে পুলিশের বাধা 

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

উপবৃত্তির ৬৭ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন, শিক্ষা অফিসার বরখাস্ত 

১০

খেলার সময় পাগলা কুকুরের আক্রমণ, শিশুসহ আহত ১৬

১১

৭৫ বছর বয়সে ডিগ্রি পাস, প্রশংসায় ভাসছেন সাদেক আলী

১২

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের মিছিল 

১৩

শখের বড়শিতে ২০ কেজির কোরাল

১৪

এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

১৫

কয়লা তৈরির কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

১৬

চ্যাম্পিয়ন্স লিগে থ্রিলারের ছোঁয়া, বার্সা-ইন্টার ম্যাচে ৬ গোলের উৎসব!

১৭

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

১৮

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

১৯

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

২০
X