জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কারও কাছে চাঁদা চাইনি, চাইবও না : জামায়াত আমির

জয়পুরহাটে কর্মী সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের আমির। ছবি : কালবেলা
জয়পুরহাটে কর্মী সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের আমির। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবও না ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট শহরের সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখা আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দল ও ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। যেই তারুণ্যের বুকের রক্তের বিনিময়ে জাতি আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, আমরা সেই তারুণ্য নির্ভর, ফ্যাসিবাদমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন, গুম, উপহার দিয়েছে। যার ফলশ্রুতিতে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। যারা অপরাধ করেছে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, বৈষম্য সৃষ্টি করেছে, মানুষ হত্যা করেছে, মানুষকে দিনের পর দিন অত্যাচার করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে।

জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ বিচারের নামে জামায়াতের ১১ জন পরীক্ষিত নেতাকে ফাঁসি দিয়েছে। ১৫ বছরে মামলা, হত্যা, চোখে গুলি করে অন্ধ করে দেওয়া, পায়ে গুলি করে মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশকে নরকে পরিণত করা হয়েছিল।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে। এ সব ভোটার অবিলম্বে বাতিল করতে হবে। ভোটার তালিকা হালনাগাদ করে যৌক্তিক সময়ে সংস্কার শেষে নির্বাচন করতে হবে। যারা রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তাদের কখনোই ক্ষমা করা হবে না। শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

তিনি আরও বলেন, এ দেশে যদি মসজিদ পাহারা না দিতে হয়, তাহলে কেন অন্য ধর্মের মন্দির, প্যাগোডা, গির্জা পাহারা দিতে হবে। বাংলাদেশ সব ধর্ম বর্ণের অসাম্প্রাদিক দেশ। সবায় দেশের নাগরিক। জামায়াতে ইসলামী দেশের সব মানুষকে মানবিক মর্যাদা দিয়ে ও তাদের ভালোবাসা নিয়ে আগামীতে দেশ পরিচালনা করতে চায়।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. ফজলুর রহমান সাঈদ। সমাবেশে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চলের পরিচালক মো. রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় মসলিশে শূরার সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমির আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর আলম, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল মাদ্রিদে আনচেলত্তি ও মড্রিচের আবেগঘন বিদায়

অধিকাংশ ফৌজদারি অপরাধ জমির বিরোধে ঘটছে : রাজিব কুমার

ভারতকে মোকাবিলায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

অবরুদ্ধ নগর ভবন, আন্দোলনে অনড় ইশরাক সমর্থকরা

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শিশুকে শ্বাসরোধে হত্যা, প্রতিবেশী কিশোর আটক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বিদেশের মাটিতে জার্মান সেনা

অধ্যাদেশ প্রত্যাহার না হলে কাজে ফিরবে না সচিবালয় কর্মচারীরা 

আমরা যদি ভুল করে থাকি সংশোধন করে দেবেন : হাসনাত

১০

পিএসএল ফাইনাল / ট্রফির দ্বারপ্রান্তে বাংলাদেশের তিন তারকা

১১

জুলাই অভ্যুত্থানে বলা হয় আমি সিআইয়ের এজেন্ট: বাঁধন

১২

আইলার ১৬ বছর, দুর্বল বেড়িবাঁধে উৎকণ্ঠা আর কতদিন

১৩

প্রধান উপদেষ্টাকে বিএনপির ৩ পৃষ্ঠার চিঠি

১৪

চট্টগ্রামে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

১৫

পানি ইস্যুতে উত্তপ্ত পাক-ভারত সম্পর্ক, জাতিসংঘে সরব ইসলামাবাদ

১৬

চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না, সংস্কার করতে চাচ্ছি : প্রেস সচিব

১৭

আইইবি ওমান চ্যাপ্টার : আমিনুর চেয়ারম্যান, জুবায়ের সম্পাদক

১৮

আজও সচিবালয়ে বিক্ষোভ

১৯

১০ দাবিতে রাজশাহীতে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট 

২০
X