জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কারও কাছে চাঁদা চাইনি, চাইবও না : জামায়াত আমির

জয়পুরহাটে কর্মী সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের আমির। ছবি : কালবেলা
জয়পুরহাটে কর্মী সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের আমির। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবও না ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট শহরের সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখা আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দল ও ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। যেই তারুণ্যের বুকের রক্তের বিনিময়ে জাতি আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, আমরা সেই তারুণ্য নির্ভর, ফ্যাসিবাদমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন, গুম, উপহার দিয়েছে। যার ফলশ্রুতিতে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। যারা অপরাধ করেছে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, বৈষম্য সৃষ্টি করেছে, মানুষ হত্যা করেছে, মানুষকে দিনের পর দিন অত্যাচার করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে।

জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ বিচারের নামে জামায়াতের ১১ জন পরীক্ষিত নেতাকে ফাঁসি দিয়েছে। ১৫ বছরে মামলা, হত্যা, চোখে গুলি করে অন্ধ করে দেওয়া, পায়ে গুলি করে মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশকে নরকে পরিণত করা হয়েছিল।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে। এ সব ভোটার অবিলম্বে বাতিল করতে হবে। ভোটার তালিকা হালনাগাদ করে যৌক্তিক সময়ে সংস্কার শেষে নির্বাচন করতে হবে। যারা রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তাদের কখনোই ক্ষমা করা হবে না। শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

তিনি আরও বলেন, এ দেশে যদি মসজিদ পাহারা না দিতে হয়, তাহলে কেন অন্য ধর্মের মন্দির, প্যাগোডা, গির্জা পাহারা দিতে হবে। বাংলাদেশ সব ধর্ম বর্ণের অসাম্প্রাদিক দেশ। সবায় দেশের নাগরিক। জামায়াতে ইসলামী দেশের সব মানুষকে মানবিক মর্যাদা দিয়ে ও তাদের ভালোবাসা নিয়ে আগামীতে দেশ পরিচালনা করতে চায়।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. ফজলুর রহমান সাঈদ। সমাবেশে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চলের পরিচালক মো. রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় মসলিশে শূরার সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমির আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমির শাহিনুর আলম, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল ইসলাম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে : বিসিআইসির চেয়ারম্যান

শীতে ত্বক কেন চুলকায়

হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার, একই সঙ্গে সম্প্রসারিত করল সার্ভিস নেটওয়ার্ক

শৈত্যপ্রবাহ বইছে ৪৪ জেলায়, অব্যাহত থাকার আভাস

জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে রাকিব

উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের

ঘন কুয়াশায় পৃথক স্থানে দুর্ঘটনার কবলে ৭ অটোরিকশা

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

১০

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

১১

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

১২

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

১৩

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

১৪

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

১৫

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

১৬

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

১৭

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১৮

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

১৯

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

২০
X