নারায়ণগঞ্জের ফতুল্লায় সোহান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার রাতে ফতুল্লার পাগলা বৌ বাজার এলাকার জয়নালের গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত সোহান ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
বেশ কয়েক বছর আগে সোহানের পিস্তল থেকে গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর আলোচনায় আসে সোহানের নাম।
নিহতের স্বজনরা জানান, পূর্বশত্রুতার জেরে বুধবার রাতে পাগলা বৌ বাজার পাঁচতলা সংলগ্ন জয়নালের গ্যারেজে ডেকে নিয়ে সোহান ও তার সঙ্গে থাকা দুই বন্ধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে গ্যারেজ মালিক জয়নাল, তার পুত্র ও অন্য সন্ত্রাসীরা। খবর পেয়ে সোহানের পরিবারের লোকজনসহ স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোহান মারা যায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, এ ঘটনার বিস্তারিত পরে জানাবেন।
মন্তব্য করুন