তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ আটক ৩ বাংলাদেশি

আটককৃত দালালসহ তিনজন। ছবি : কালবেলা
আটককৃত দালালসহ তিনজন। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক দালালসহ ৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী-৫৬ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৭টা ১৫ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। একই রাতে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটকরা হলেন, ঠাকুরগাঁও সদরের আলমপুর গ্রামের মৃত নীলমোহন রায়ের ছেলে শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), একই এলাকার নিতাই চন্দ্র রায়ের মেয়ে শ্রী ভূমি রানী ওরফে শ্রেয়া (৭) এবং একই সময় আটক হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি গ্রামের মকবুল হোসেনের ছেয়ে দালাল সাদ্দাম (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাগুরমারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারীর বাংলাদেশের অভ্যন্তরে মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তাদের আটক করে।

এতে আরও বলা হয়, এ সময় জব্দ করা হয়েছে কাঁটাতারের বেড়া কাঁটার ১টি প্লাস, ব্যক্তিগত ২টি মোবাইল ফোন, রুপার নূপুর ১ জোড়া এবং বাংলাদেশি নগদ ২০ হাজার ১৬০ টাকা। পরে বিওপিতে আটককৃত দালালকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সহায়তা করছেন।

তবে অভিযানের সময় দালাল চক্রের আরও ৮ জন সদস্য বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক ৮ জন দালাল চক্রের সদস্যকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা ও চোরাচালান, অবৈধ মাদক রোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দালালসহ তাদের আটক করা হয়। তবে আটককৃতরা কি কারণে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিল তা জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার

পরমাণু কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান সাফ জানিয়ে দিল ইরান

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন লামিয়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি বুলবুল

মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ, আদালতে দীপু মনির প্রশ্ন 

জনমুক্তির ধারাবাহিক আলোচনা / ‘বাংলাদেশের সাংস্কৃতিক বোঝাপড়া’র প্রথম পর্ব অনুষ্ঠিত

বিএনপির সেই নেতার ইচ্ছা পূরণে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন তারেক রহমান

নতুন কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে প্রতারকরা

বিবিসি সাক্ষাৎকারে অন্যরকম তারেক রহমান

অন্তর্বাস থেকে কি আসলেই ক্যানসার হয়

১০

বিসিবি নির্বাচনে কোন ক্যাটাগরিতে কত ভোট পড়ল?

১১

সড়ক অবরোধ করে ভাঙচুরের পর বাসে আগুন

১২

অসুস্থতার নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নিত এই দম্পতি

১৩

সেপ্টেম্বরে ফের বেড়েছে মূল্যস্ফীতি

১৪

যে ৫ কারণে খাবারের তালিয়া রাখবেন কাঁকরোল

১৫

রাষ্ট্রদূত মেজর জেনারেল আমিনুল হককে প্রত্যাহার

১৬

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

১৭

কর্মহীন দক্ষিণের সাড়ে ৪ লাখ জেলে, কিস্তি আর দাদন নিয়ে চিন্তা

১৮

নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা ও অংশগ্রহণ নিয়ে জানালেন তারেক রহমান

১৯

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

২০
X