তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ আটক ৩ বাংলাদেশি

আটককৃত দালালসহ তিনজন। ছবি : কালবেলা
আটককৃত দালালসহ তিনজন। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক দালালসহ ৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী-৫৬ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৭টা ১৫ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। একই রাতে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটকরা হলেন, ঠাকুরগাঁও সদরের আলমপুর গ্রামের মৃত নীলমোহন রায়ের ছেলে শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), একই এলাকার নিতাই চন্দ্র রায়ের মেয়ে শ্রী ভূমি রানী ওরফে শ্রেয়া (৭) এবং একই সময় আটক হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি গ্রামের মকবুল হোসেনের ছেয়ে দালাল সাদ্দাম (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাগুরমারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারীর বাংলাদেশের অভ্যন্তরে মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তাদের আটক করে।

এতে আরও বলা হয়, এ সময় জব্দ করা হয়েছে কাঁটাতারের বেড়া কাঁটার ১টি প্লাস, ব্যক্তিগত ২টি মোবাইল ফোন, রুপার নূপুর ১ জোড়া এবং বাংলাদেশি নগদ ২০ হাজার ১৬০ টাকা। পরে বিওপিতে আটককৃত দালালকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সহায়তা করছেন।

তবে অভিযানের সময় দালাল চক্রের আরও ৮ জন সদস্য বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক ৮ জন দালাল চক্রের সদস্যকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা ও চোরাচালান, অবৈধ মাদক রোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দালালসহ তাদের আটক করা হয়। তবে আটককৃতরা কি কারণে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিল তা জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম পানিতে অজু করলে কি সওয়াব কমে যায়? যা বলছে ইসলাম

ফিরছেন মির্জাপুরের মুন্না ত্রিপাঠি

খেলার অনুষ্ঠানে টাকা দেওয়ায় জামায়াতের প্রার্থীকে শোকজ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে আরেক দেশ

মুন্সীগঞ্জ থেকে শুটার ইয়াসিন গ্রেপ্তার

২৪ ঘণ্টার মধ্যে মুছাব্বিরের খুনিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি : স্বেচ্ছাসেবক দল

ইতিহাস থেকে জামায়াতকে শিক্ষা নেওয়া উচিত : হুম্মাম কাদের 

নবম পে-স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বনিম্ন বেতন যত

হাই তোলার সময় যা করতে বলেছেন নবীজি (সা.)

ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

১০

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

১১

মেডিকেলে চান্স পেয়েও পড়া অনিশ্চিত তিথির

১২

ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল বাংলাদেশ

১৩

আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ

১৪

হরর সিনেমায় জ্যাজি বিটজ

১৫

রাজধানীতে তীব্র গ্যাসের সংকট কেন, জানাল তিতাস

১৬

দেশবিরোধী চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : হেফাজত

১৭

জকসুতে পরাজয়ের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানালেন রাকিব

১৮

ঢাকায় সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

১৯

বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’ প্যাভিলিয়ন

২০
X