হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৭ দাবিতে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি চা শ্রমিকদের

চা শ্রমিক। ছবি : কালবেলা
চা শ্রমিক। ছবি : কালবেলা

বকেয়া মজুরি পরিশোধ, বোনাস, উৎসব ভাতা স্থায়ী বাসস্থান নিশ্চিত করণসহ ৭ দফা দাবিতে আগামী রোববার (২০ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করতে যাচ্ছেন চা শ্রমিকরা।

মালিক পক্ষের দাবি, আলোচনা করে বকেয়া টাকা পরিশোধ করা হবে। এদিকে টাকার অভাবে কঠিন দিন কাটাচ্ছেন শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে অবস্থিত ইমাম ও বাওয়ানী চা বাগান। এই দুটি বাগানে স্থায়ী-অস্থায়ী কাজ করেন প্রায় ৫০০ জন চা শ্রমিক। তাদের বকেয়া প্রায় দেড় কোটি টাকা রয়েছে মালিকপক্ষের কাছে। বকেয়া মজুরি পরিশোধসহ ৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করতে হুঁশিয়ারি দিয়েছেন চা শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, বাংলাদেশি চা-সংসদ ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের মধ্যে সম্পাদিত শ্রমচুক্তি মোতাবেক তাদের বকেয়া অর্থ পরিশোধ করছে না মালিকপক্ষ। শ্রমিকদের প্রায় দেড় কোটি টাকা বকেয়া রয়েছে মালিকপক্ষের কাছে। ইতিমধ্যে মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করে আসছেন শ্রমিকরা। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।

এদিকে সর্বশেষ ২০ জুলাই নিয়মিত বেতনসহ পূর্বের বকেয়া টাকা পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়। কিন্তু ২০ জুলাইও টাকা পরিশোধ না হওয়ায় পরদিন থেকে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। তাদের দাবি বকেয়া মজুরি না পাওয়ায় তাদের জীবনে নেমে এসেছে হতাশা। কষ্টের মধ্যে তাদের দিনযাপন করতে হচ্ছে। অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না।

ইমাম বাগানের পঞ্চায়েত সভাপতি রামভোজন রবিদাস জানান, আমরা আগামী শনিবার (১৯ আগস্ট) এর মধ্যে বকেয়া মজুরি পরিশোধসহ দাবি না মানলে রবিবার থেকে মহাসড়কে উঠব। প্রয়োজনে সেখানেই আমাদের মৃত্যু হবে। তবুও আমরা পিছপা হবে না।

চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভাশিষ দাস জানান, আমরা কারো কথায় আর বিশ্বাস করব না। অনেকস্থানে ঘুরেছি কোথাও কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়েই সড়কে উঠছি।

তিনি বলেন, টাকার অভাবে শ্রমিকদের জীবন কষ্টের মধ্যে যাচ্ছে কেউ খোঁজখবর নেয়নি। অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। শ্রমিকরা অসহায় হয়ে গেছে। শ্রমিকদের বকেয়া মজুরির দাবিতে প্রয়োজনে মহাসড়কে আত্মহুতির ঘোষণা দেওয়া হবে।

ইমাম-বাওয়ানী বাগানের জেনারেল ম্যানেজার ফখরুল ইসলাম জানান, বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বকেয়া টাকা পরিশোধ করা হবে। শ্রমিকরা দেড় মাস ধরে কাজে না আসায় বাগানের কোটি টাকা ক্ষতি হয়েছে।

তিনি বলেন, শ্রমিকরা কাজে না আসায় এ বছর আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। অনেক ঘাটতি থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল মায়ের, হাসপাতালে বাবা

হাত-পায়ের পর খণ্ডিত মাথা উদ্ধার

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫

আইসিজেতে রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান বাংলাদেশের

১০

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

১১

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

১২

জামায়াত প্রার্থীকে শোকজ

১৩

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

১৪

আন্দোলনে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

১৫

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

১৬

ঢাকা কলেজে উত্তেজনা

১৭

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

১৮

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

১৯

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

২০
X