রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগেই গণহত্যার বিচার সম্পন্ন করুন : জামায়াত নেতা রফিকুল

রাজশাহী নগরীতে জুলাই বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা
রাজশাহী নগরীতে জুলাই বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা

জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবসহ সারা দেশের ১০টি স্থানে অনলাইনে একযোগে স্মারকের মোড়ক উন্মোচন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দুই হাজারেরও অধিক লোক জীবন দিয়েছেন। ৩৮ হাজার মানুষ রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন। এ গণহত্যার বিচার করতে হবে আগে। কিন্তু এ নিয়ে আওয়াজ এত পাই না। ১৮ কোটি মানুষের দাবি, এ গণহত্যার বিচার করতে হবে।

প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে জামায়াত নেতা বলেন, অবশ্যই নির্বাচন হতে হবে, তবে গণহত্যার বিচারের পর। গণহত্যার বিচার বাদ দিয়ে নির্বাচন, এ জাতি আশা করে না। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নির্বাচন দেবেন, এর মধ্যেই গণহত্যার বিচার করতে হবে। এখনও ফ্যাসিবাদের দোসর সরকারের ভেতরে বাইরে বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে চিহ্নিত ও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন। আর প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

তিনি বলেন, আপনারা যারা উপদেষ্টা আছেন তারা খুব আরামে আছেন। কিন্তু শহীদ পরিবারগুলো কীভাবে আছে সেই খোঁজ আপনারা রাখছেন না। জাতি সবই দেখছে, আপনারা কে কোথায় আন্দোলন করেছেন তা-ও আমরা জানি। কে কতটুকু আন্দোলন করেছেন তা-ও আমরা জানি। কাজেই শহীদ ও আহত পরিবারের দেখভাল করা ও তাদের সুচিকিৎসা গ্রহণের ব্যবস্থা করার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, আপনারা (অন্তর্বর্তী সরকার) ক্ষমতায় বসেননি, আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। আর যেন এ দেশে কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, এ ব্যাপারে ১৮ কোটি মানুষকে সজাগ থাকতে হবে। আর যেন এ দেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সন্তানদের জীবন দিতে না হয়, পঙ্গু হতে না হয় এ ব্যাপারে আমরা সবাই যত্নবান থাকবো ইনশাআল্লাহ।

রাজশাহী মহানগর জামায়াতের আমির মাওলানা ড. কেরামত আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ইশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাঈন উদ্দিন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা।

এ সময় রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সম্পাদক সারওয়ার জাহান প্রিন্স, প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, যুব সম্পাদক সালাহউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত ক্ষমতায় এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেওয়া হবে’

শুধু মানুষ নয়, পশুপাখিও চিন্তা করে যুক্তি দিয়ে

শাহবাগে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ‘রাজনৈতিক মব’ হয়েছিল

আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ

‘বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’

দায়িত্ব পালন করতে গিয়ে দগ্ধ রোমের দুই পুলিশ

এক দেয়াল ও ১৪ দরজা-জানালা রং করতে ৬৫৮ মিস্ত্রি!

এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি : সালাহউদ্দিন

সাদিয়ার স্বপ্ন পূরণে পাশে পারভেজ মল্লিক

‘জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কাদের সেবা করার সুযোগ দেবে’

১০

শহীদ শিশু রিয়া গোপ হত্যার বিচারের আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার

১১

পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে শিক্ষকদের পরামর্শ চাইল শিক্ষা মন্ত্রণালয়

১২

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক 

১৩

বিএনপি নেতা প্রকৌশলী সেলিমের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

১৪

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

১৫

শেষ ওয়ানডের আগে শঙ্কায় শান্ত

১৬

তারা কেমন পিআর পদ্ধতি চায়, প্রশ্ন নজরুল ইসলামের

১৭

হাসিনার স্বজনরা গ্রেপ্তার না হওয়ার কারণ জানালেন আলাল

১৮

কেন ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না শি জিনপিং

১৯

দেশে সবচেয়ে বেশি গাছ কাটা হয়েছে কোথায়?

২০
X