মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের জাহাজ মোংলা বন্দরে, যা এলো

মোংলা বন্দরের ৮নং জেটিতে ভিড়ানো পানামার পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন-১৯। ছবি : কালবেলা
মোংলা বন্দরের ৮নং জেটিতে ভিড়ানো পানামার পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন-১৯। ছবি : কালবেলা

শুল্ক বৃদ্ধিতে ভারতকে বাদ দিয়ে পাকিস্তান থেকে ৫ হাজার ৫০০ টন চিটাগুড় (পশুখাদ্য) আমদানি করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মোংলা বন্দরের ৮নং জেটিতে প্রথম চালানের পণ্য খালাস করে পানামার পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন-১৯। এর আগে গতকাল বুধবার রাতে জাহাজটি জেটিতে ভিড়ে।

এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি চিটাগুড় নিয়ে পাকিস্তান থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে।

বৃহস্পতিবার সকালে বন্দর জেটিতে ওই বাণিজ্যিক জাহাজ কর্তৃপক্ষ ও আমদানীকারককে স্বাগত জানায় বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) সফিকুল ইসলাম সরকার ও উপপরিচালক মাকরুজ্জামান মুন্সিসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এ প্রথম বাংলাদেশি আমদানীকারক মন্ডল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ মোংলা বন্দরের মাধ্যমে চিটাগুড় আমদানি করেছে। এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল হক জানান, তিনিসহ বাংলাদেশের ব্যবসায়ীরা দেশের চাহিদা মেটানো শেষে বিভিন্ন দেশে বাংলাদেশি চিটা গুড় রপ্তানি করতেন। কিন্তু সুগার মিল কমে যাওয়ায় এবং গুড় তৈরি না করার কারণে এখন তারা আমদানি করে দেশের পশুখাদ্য চাহিদা মেটাচ্ছেন।

তিনি বলেন, তবে আগে তারা ভারত থেকে এই চিটাগুড় আমদানি করতেন। রাজনৈতিক কারণে অন্য কোনো দেশ থেকে বাংলাদেশি আমদানিকারকগণ এসব পণ্য আমদানি করতে পারতেন না। এ সুযোগে বাংলাদেশে এ পণ্য রপ্তানির ওপর ভারত ৫০ ভাগ শুল্ক আরোপ করে।

এ ব্যবসায়ী আরও বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে তারা এখন পাকিস্তান থেকে পশুখাদ্য আমদানি শুরু করেছেন। পাকিস্তান থেকে আমদানি করা এ পণ্য প্রথম মোংলা বন্দরে আনা হয়েছে। এখান থেকে পণ্য খালাস করে সড়ক পথে নেওয়া হবে রাজশাহী বিভাগে। পাকিস্তান থেকে পণ্য আমদানির ফলে দেশের বাজারে পশুখাদ্যের দাম কমবে বলে তিনি জানান।

এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) সফিকুল ইসলাম সরকার কালবেলাকে বলেন, বন্দর সৃষ্টির পর এই প্রথম মোংলায় এলো পশুখাদ্যবহনকারী বাণিজ্যিক জাহাজ। যেসব পণ্য আগে কখনো এ বন্দরে আসেনি, নতুন করে এসব পণ্য আমদানির ফলে মোংলা বন্দরের রাজস্ব বাড়বে। তাই আগামীতে যেন জেটি থেকে পাইপলাইনের মাধ্যমে রেলস্টেশনে নেওয়া সম্ভব হয় এজন্য পাইপলাইন বসানো হবে। এরপর ট্রেনে করে দেশের বিভিন্ন এলাকায় সহজে কম খরচে পৌঁছানো সম্ভব হবে।

এ কর্মকর্তা আরও বলেন, প্রতিনিয়ত মোংলা বন্দরের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। গেল ২০২৪-২৫ অর্থবছরের ৭ মাসে মোংলা বন্দরের জাহাজ ভিড়ে ৪৯৬টি। ৬৫ লক্ষ ৬২ হাজার ৩শত টন পণ্য রপ্তানি করা হয়। ১২ হাজার ৮৩ টিউজ কনটেইনার লোডিং-আনলোডিং এবং ১২টি জাহাজ থেকে ৬৭৫১টি গাড়ি খালাস করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে সুনামির সব সতর্কতা প্রত্যাহার

ফ্ল্যাটে ঢুকে সাংবাদিককে পুলিশ কনস্টেবলের হাতুড়ি পেটা

জানা গেল আর্জেন্টিনার ফুটবলারকে লাথি মারা সেই ফুটবলারের পরিচয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

১০

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

১১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

১২

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১৩

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৪

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১৫

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১৬

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৭

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৮

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৯

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

২০
X