তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

পর্যটকশূন্য হাওরে বদলে গেছে জীবন

বর্ষায় লাখ লাখ পর্যটকে মুখরিত টাঙ্গুয়ার হাওর পর্যটকশূন্য। ছবি : সংগৃহীত
বর্ষায় লাখ লাখ পর্যটকে মুখরিত টাঙ্গুয়ার হাওর পর্যটকশূন্য। ছবি : সংগৃহীত

বর্ষায় লাখ লাখ পর্যটকের আগমনে মুখরিত টাঙ্গুয়ার হাওর আজ পর্যটকশূন্য। আগে এমন সময়ে (শীত মৌসুমে) হাওরের পাখি ও মাছের টানে পর্যটকদের দেখা মিলত। বর্তমানে পাখি ও মাছ কমে যাওয়ায় মুখ ফিরিয়ে নিয়েছে প্রকৃতিপ্রেমীরা। এর আরেকটি কারণ হাওরপাড়ের নদীগুলোর পানি কমে যাওয়ায় পর্যটকবাহী হাউজবোটগুলো সহজে চলাচল করতে পারে না। তাই পর্যটকদের আসতে অনীহা বলেও জানা গেছে।

টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের পর্যটন স্পটগুলোকে কেন্দ্র করে পাঁচ শতাধিক নৌকা বা হাউজবোটের ব্যবস্থা রয়েছে। এসব হাউজবোটে প্রায় দুই হাজার মাঝি ও শ্রমিক কাজ করেন। এমন সময় পর্যটক শূন্যতার কারণে জীবিকার তাগিদে মাঝি ও শ্রমিকরা কৃষি কাজ ও মাছ ধরা মতো কাজে লিপ্ত হয়েছেন। এ ছাড়া কেউ কেউ মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি চালাচ্ছেন। কেউবা আবার নেমে পড়েছেন বিভিন্ন মৌসুমি ব্যবসায়।

সরেজমিন তাহিরপুর বাজার নৌকা ঘাট এলাকায় ঘুরে দেখা যায়, বাজার ঘাট ও নদীতীরবর্তী গ্রামগুলোর স্থানীয় মাঝিদের ঘাটে শত শত পর্যটকবাহী নৌকা ও হাউজবোট বাঁধা রয়েছে। পর্যটকবাহী ছোট নৌকাগুলোর মালিক স্থানীয়রা হলেও হাউজবোটগুলোর বেশিরভাগ মালিক রাজধানী ঢাকার বিভিন্ন ট্যুরিজম গ্রুপ বা ব্যক্তিদের। এ সময় স্থানীয় মাঝি ও শ্রমিকরা জানায়, একসময় শীত মৌসুমেও টাঙ্গুয়ার হাওরের মাছ ও পাখি দেখতে অনেক পর্যটক আসত। এখন একেবারে নেই বললেই চলে। আমরা এখন অনেকেই হাওরে মাছ ধরা, কৃষি কাজসহ বিভিন্ন জন বিভিন্ন কাজ করছি। সেই সঙ্গে আমাদের যার যার দায়িত্বে থাকা মালিকের নৌকা ও হাউজবোটের দেখাশোনা করছি।

পর্যটকবাহী ভেলা হাউজবোটর মাঝি তাহিরপুর সদরের রতনশ্রী গ্রামের মহিবুর রহমান বলেন, পর্যটক না আসায় হাউজবোটের কোনো কাজ নেই। তাই জীবিকার জন্য যাত্রীবাহী মোটরসাইকেল চালানোর পাশাপাশি নিজে কিছু জমিতে ধান চাষ করছি। আর আমার দায়িত্বে থাকা হাউজবোটটি বাড়ির ঘাটে রেখে দেখাশোনা করছি। একই গ্রামের আরেক মাঝি শাহ আলম বলেন, এখন পানি কমে যাওয়ায় নদী পথে হাউজবোটে যাতায়াত করা সম্ভব হয় না। সে জন্য পর্যটকরা আসছেন না। হাউজবোটের ভাড়া না থাকায় আমরা ৮-১০ জন মাঝির একটি দল বিলে মাছ ধরার কাজ করছি।

তাহিরপুর বাজারের মুদি মালের ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেন, হাওরে পর্যটকরা আসলে বাজার জমে উঠে। তারা নৌকায় উঠার আগে বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনেন। বাজারের প্রত্যেকটা দোকানে ভালো বিক্রি হয়। এখন পর্যটক না থাকায় বেচাকেনা অনেক কমে গেছে।

পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠা নীলাদ্রীর পাড়ের দোকানি বলেন, এই সিজনে পর্যটক না আসায় দোকান বন্ধ করে অন্য পেশায় চলে যেতে হয়। বর্ষা সিজনে আমার দোকানের পাশেই ঘাটে শত শত নৌকায় পর্যটকরা আসেন। সেই সময় অনেক বেচাকেনা হয়।

শিকারা হাউজবোটের মালিক ও হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আতাউর ইশতি বলেন, হেমন্তে পর্যটক না আসায় হাউজবোটে কোনো কাজ থাকে না। এই সিজনে লাখ লাখ টাকা মূল্যের হাউজবোটগুলো বেকার থাকে। মাঝিদের দায়িত্বে তাদের ঘাটে বেধে রাখতে হয়। এই সময় টাঙ্গুয়ার হাওরে হাউজবোট ব্যবসা বন্ধ হয়ে যায়।

সুনামগঞ্জ হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসাইন আকন্দ বলেন, তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর এখন অফ সিজন। বর্ষায় পাঁচ-ছয় মাস হাউজবোট কেন্দ্রিক তাহিরপুর পর্যটন মৌসুম ধরা হয়। নভেম্বর পর্যন্ত হাওরের নদী পথে হাউজবোট চালানো যায়। এর পরে পানি অনেক কমে যায়, ফলে নদীপথে হাউজবোট চলাচলে সমস্যা হয়। অক্টোবর মাসের শেষ থেকে হাওরেও পানি থাকে না। অনেক ঘুরে টাঙ্গুয়া যেতে হয় বলে পর্যটকরা যেতে আগ্রহী হন না। পর্যটকদের আনাগোনা এখন বলতে গেলে নাই।

তিনি বলেন, হাওর পাড়ের নদীগুলো ভালোভাবে খনন করে হেমন্তে হাউজবোট চলাচল উপযোগী করলে এবং শীতকালে টাঙ্গুয়ায় ভিন্ন রূপ সৌন্দর্য নিয়ে প্রচার হলে পর্যটকদের আগমন বাড়তে পারে।

তাহিরপুর উপজেলা নৌ-পর্যটন শিল্প সমিতির সভাপতি রব্বানী বলেন, নদীর পানি শুকিয়ে যাওয়ায় হেমন্ত ৬ মাস পর্যটক আসেন না হাওরে। এখন নৌকাগুলো ঘাটে বাঁধা রাখতে হয়। মাঝি শ্রমিকরা বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, এই মৌসুমে হাউজবোটে টাঙ্গুয়ার হাওরে যাতায়াত করা অনেক দূরবর্তী হয়ে যায়। যার কারণে এই সময় পর্যটকরা হাওরে আসনে না। হেমন্তে তাহিরপুরকে পর্যটকমুখী করতে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষা করতে হবে। হাওরের পরিবেশ রক্ষায় স্থানীয় ও আগত পর্যটকদের সহযোগিতা কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ভারতের ভিসা নিয়ে জটিলতায় পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা

বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

আরেক বিশ্বনেতাকে অপহরণ করতে পারে যুক্তরাষ্ট্র, বললেন মেদভেদভ

অপহৃত এনসিপি কর্মী উদ্ধার

ভেনেজুয়েলায় যেতে প্রস্তুতি নিচ্ছে শীর্ষ তেল কোম্পানি

খালেদা জিয়ার আদর্শই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা : তুলি

এখন থেকে আইপিএলে নাম দেওয়ার আগে ভাববেন সাকিব

নির্বাচনকে ঘিরে অপতথ্য ও গুজব রোধে সবাইকে সতর্ক থাকতে হবে : ইসি সানাউল্লাহ

সাপ পাশে রেখে আগুন পোহানোর ভিডিও ভাইরাল

সুনির্দিষ্ট তথ্য পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

১০

রাজশাহী শহরকে আরও সুন্দর-নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

১১

‘আচরণবিধি লঙ্ঘন’: টাঙ্গাইলে বিএনপি প্রার্থী আযম খানকে শোকজ

১২

স্বামীর সঙ্গে তর্কের জেরে বাসচালককে পেটানোর অভিযোগ এএসপির বিরুদ্ধে

১৩

নখের এই ৫ লক্ষণ কখনোই অবহেলা করবেন না

১৪

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৩ শতাধিক নেতাকর্মী

১৫

জকসু নির্বাচন / ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৬

হঠাৎ ঢাকায় নব্বইয়ের হার্টথ্রব মডেল রিয়া

১৭

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

১৮

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

১৯

ভিন্ন পথের পথিক নির্মাতা আশরাফ

২০
X