চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘হাসিনার প্রেতাত্মা বাংলাদেশের আনাচে-কানাচে এখনো ঘোরাফেরা করছে’

কুমিল্লার চৌদ্দগ্রামে কর্মিসভায় বক্তব্য দেন মোস্তফা জামাল হায়দার। ছবি : কালবেলা
কুমিল্লার চৌদ্দগ্রামে কর্মিসভায় বক্তব্য দেন মোস্তফা জামাল হায়দার। ছবি : কালবেলা

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, দেশ এক ক্রান্তিলগ্ন পার করছে। ছয় মাস আগে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়েছে। কিন্তু তার অশুভ প্রেতাত্মা বাংলাদেশের আনাচে-কানাচে এখনো ঘোরাফেরা করছে। তারা একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে একটার পর একটা উসকানিমূলক বক্তব্য দিয়ে এ দেশের শান্তিপ্রিয় মনোভাবকে অশান্ত করে তুলছেন। জাতীয় পার্টি হানাহানির রাজনীতিতে বিশ্বাস করে না।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম পৌর মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা জাতিয় পার্টি (জাফর) আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাল হায়দার বলেন, ফ্যাসিস্টবিরোধী আগামী নির্বাচনে জাতীয় পার্টির চৌদ্দগ্রাম আসনে প্রার্থী হবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ। ইনশাআল্লাহ আমরা বিজয়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ আসন উপহার দেব।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, জাতীয় পার্টির নেতাকর্মী তথা চৌদ্দগ্রামের জনতার দুর্দিনের সাথী সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাতিজা কাজী নাহিদ। আপনারা তাকে আগামী নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠাবেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, কাজী জাফর উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হননি। তিনি তার যোগ্যতা, মেধা এবং বিচক্ষণতার কারণে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ৮ম প্রধানমন্ত্রী হয়ে তিনি এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণকে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেছিলেন। আজ থেকে ৪০ বছর আগে তিনি চৌদ্দগ্রামে বিদ্যুৎ এনে দিয়েছিলেন। যখন দেশের অধিকাংশ উপজেলায় সরকারি কলেজ ছিল না তখন তিনি চৌদ্দগ্রামবাসীকে ২টি সরকারি কলেজ উপহার দিয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে, উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী শহিদের সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা জাতীয় পার্টির নেতা ওবায়দুল হক পাটোয়ারী, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ বাবুলসহ প্রমুখ।

সভাশেষে সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশাকে সভাপতি, চৌদ্দগ্রাম উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক এবং ওবায়দুল হক পাটোয়ারীকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিজয়ী করবে : মোমিন

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

বিয়ে ভেঙে যাওয়ায় কলেজছাত্রীর কাণ্ড

১০

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

২৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১২

সাতসকালে দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, বাসে ছিলেন গণঅধিকার পরিষদ নেতা

১৩

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

১৪

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

১৫

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

১৬

বাংলাদেশ হবে বসবাস ও বিনিয়োগের স্বর্গ: আব্দুল মুক্তাদির

১৭

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

১৮

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

১৯

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

২০
X