কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। টানা দেড়ঘণ্টা ধরে চলা অবরোধ কর্মসূচিতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে দুপুর ১টায় হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের আশ্বাসে কর্মসূচি তুলে নেওয়া হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় ১৪ বছর অতিবাহিত হলেও কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গতা পায়নি। কোটি কোটি টাকার যন্ত্রাংশ অযত্ন অবহেলায় পড়ে রয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলেও কেন চালু হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীদের কর্মসূচি তুলে নেয়ার আহ্বান জানান সেনাসদস্যরা।

হাসপাতাল প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম চালুর বিষয়ে সেনাবাহিনী উদ্যোগ নেবে বলেও জানান তারা। এর কিছুক্ষণ পর হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি পাওয়া যায়।

বিবৃতিতে আগামী ২০ দিনের মাথায় হাসপাতালের আংশিক কার্যক্রম চালু এবং এক মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে জানানো হয়। বিবৃতির পরই শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়।

এ বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর জানান, শিক্ষার্থীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুর বিষয়ে সড়ক অবরোধসহ বেশ কিছু কর্মসূচি পালন করে। তারা দ্রুত হাসপাতালের কার্যক্রম চালুর দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে আগামী ২০ দিনের মাথায় মেডিসিন ও শিশু ওয়ার্ডের কার্যক্রম চালু এবং এক মাসের মধ্যে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর বিষয়ে আশ্বাস দেওয়া হয়। তবে ওই সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে হাসপাতালের কার্যক্রম চালু করা নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি।

এর আগে বেলা ১১টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের কক্ষে যান। এ সময় তারা পরিচালকের কাছে কবে নাগাদ হাসপাতাল কার্যক্রম চালু হবে তা জানতে চান। সে বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় পরিচালককে কক্ষে আটকে তালা লাগিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১০

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১১

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১২

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৩

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৪

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৫

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৬

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৭

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৮

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৯

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

২০
X