কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। টানা দেড়ঘণ্টা ধরে চলা অবরোধ কর্মসূচিতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে দুপুর ১টায় হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের আশ্বাসে কর্মসূচি তুলে নেওয়া হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় ১৪ বছর অতিবাহিত হলেও কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গতা পায়নি। কোটি কোটি টাকার যন্ত্রাংশ অযত্ন অবহেলায় পড়ে রয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলেও কেন চালু হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীদের কর্মসূচি তুলে নেয়ার আহ্বান জানান সেনাসদস্যরা।

হাসপাতাল প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম চালুর বিষয়ে সেনাবাহিনী উদ্যোগ নেবে বলেও জানান তারা। এর কিছুক্ষণ পর হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি পাওয়া যায়।

বিবৃতিতে আগামী ২০ দিনের মাথায় হাসপাতালের আংশিক কার্যক্রম চালু এবং এক মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে জানানো হয়। বিবৃতির পরই শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়।

এ বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর জানান, শিক্ষার্থীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুর বিষয়ে সড়ক অবরোধসহ বেশ কিছু কর্মসূচি পালন করে। তারা দ্রুত হাসপাতালের কার্যক্রম চালুর দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে আগামী ২০ দিনের মাথায় মেডিসিন ও শিশু ওয়ার্ডের কার্যক্রম চালু এবং এক মাসের মধ্যে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর বিষয়ে আশ্বাস দেওয়া হয়। তবে ওই সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে হাসপাতালের কার্যক্রম চালু করা নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি।

এর আগে বেলা ১১টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীরের কক্ষে যান। এ সময় তারা পরিচালকের কাছে কবে নাগাদ হাসপাতাল কার্যক্রম চালু হবে তা জানতে চান। সে বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় পরিচালককে কক্ষে আটকে তালা লাগিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন মদন লাল

জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ইসলামী আন্দোলন

ভারতের সাবেক হাই কমিশনারের বক্তব্যের কড়া জবাব দিল জামায়াত

সভাপতির অসহযোগিতায় নিয়োগ স্থগিত : শিক্ষার্থীদের বিক্ষোভ

নতুন পে-স্কেল নিয়ে সক্ষমতা যাচাইয়ের আহ্বান টিআইবির

অতীতে বিএনপি-জামায়াত সরকারে মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয় নাই : চরমোনাই পীর

মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালি মারা গেছেন

সন্ধ্যা নদীতে নিখোঁজ কিশোর, ২৪ ঘণ্টা পর মিলল মরদেহ

জনগণের ভোটই ক্ষমতার উৎস :  মির্জা আব্বাস

দল ঘোষণার পরও বিশ্বকাপ বয়কটের নতুন বার্তা, খেলা জমিয়ে দিল পাকিস্তান

১০

সৌদি আরবে ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

১১

ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে টাকার ব্যাগ ছিনতাই

১২

ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে : তারেক রহমান

১৩

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না : শিক্ষা উপদেষ্টা

১৪

রমজানের পণ্য নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য উপদেষ্টা

১৫

যেসব খাবার আপনার দাঁতের ক্ষতি করছে নীরবে

১৬

ফের শুরু এনআইডি সংশোধন কার্যক্রম 

১৭

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না : আদালত

১৮

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

১৯

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

২০
X