শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
টঙ্গি প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মাঠ প্রস্তুত, সাদপন্থিদের ইজতেমা শুরু শুক্রবার 

বিশ্ব ইজতেমার ৫৮তম আসর
বিশ্ব ইজতেমা ময়দান মুসল্লিদের জন্য প্রায় প্রস্তুত। ছবি : কালবেলা

টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। ইজতেমার শুরুর প্রথম রাত পবিত্র শবেবরাতের রাত হওয়ায় ইজতেমা ময়দানে বড় করে শবেবরাত পালনের জন্য লাখো মুসল্লির অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ময়দানের সকল কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজক সাদপন্থিরা।

সাদপন্থিদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। ইজতেমার প্রথম রাত পবিত্র শবেবরাতের রাত হওয়ায় লাখ লাখ মুসল্লির অংশগ্রহণ আশা করছি। লাখ মুসল্লি নিয়ে আমরা ইজতেমা ময়দানে পবিত্র শবেবরাত পালন করব, ইনশাআল্লাহ। বিশ্ব ইজতেমা ময়দান মুসল্লিদের জন্য প্রায় প্রস্তুত। বাকি যে কাজগুলো রয়েছে তা নির্ধারিত সময়েই ইনশাআল্লাহ শেষ হবে।

এছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন জানান, প্রথম পর্বের মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর প্রায় তিন শতাধিক পরিচ্ছন্নতা কর্মী একযোগে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে। এ কাজে ৫টি এস্কেভেটর, ৩টি পে লোডার, ৬টি কম পেট্রোর ট্রাক ও ৩০টি ডাম্প ট্রাক ব্যবহার করা হয়।

সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, ইজতেমা ময়দানে ১ হাজার ড্রাম ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। ময়দানে ৩২টি টয়লেট বিল্ডিংয়ে প্রায় ১০ হাজার টয়লেটে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এছাড়া রাস্তার পাশে সব ধরনের আবর্জনা পরিষ্কার করা হয়। পুরো ইজতেমা ময়দান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ইজতেমায় আগত মুসল্লিদের যেন কোনো সমস্যা না হয় এ লক্ষ্যেই আমরা কাজ করছি।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের দুই ধাপে ইজতেমা সম্পন্ন হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভী তথা মাওলানা ওয়াসিফুল ইসলাম অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১০

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১১

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

১২

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

১৩

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

১৪

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

১৫

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১৬

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

১৭

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

১৮

‘নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’

১৯

লজ্জাবতী বানরের প্রধান খাদ্য জিগার গাছের আঠা!

২০
X