মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে খুলনা থেকে গ্রেপ্তার হয়েছেন থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মালিক ডা. ইউনুস খান তারিম।
ঢাকা থেকে সিআইডির একটি দল এসে গতকাল শুক্রবার (১৮ আগস্ট) তাকে আটকের পর ঢাকায় নিয়ে যায়।
জানা গেছে, ডা. তারিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার। খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, বিএমএ খুলনা শাখার নির্বাহী সদস্য এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক দেশের একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, ডা. তারিমের বিরুদ্ধে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে মেডিকেলের ভর্তি কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্নফাঁস করে আসছেন তিনি।
এ ব্যাপারে খুলনা থানার ওসি হাসান আলম মামুন বলেন, ‘মেডিকেলের প্রশ্নফাঁসের অভিযোগে থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মালিককে সিআইডির সদস্যরা আটক করে শুক্রবার সকালে ঢাকায় নিয়ে গেছেন। ডা. তারিম গ্রেপ্তার হওয়ার কিছু দিন আগে মেডিকেলের প্রশ্নফাঁস চক্রের ১২ জনকে আটক করা হয়। তদন্তে নেমে সিআইডি ডা. তারিমের বিরুদ্ধেও একই অভিযোগ পায়। এ জন্য তাকে আটক করে। এর আগেও একই অভিযোগে খুলনা থেকে অনেকে আটক হয়েছেন।’
মন্তব্য করুন