টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সময়সূচি ঘোষণা

টঙ্গীর তুরাগ নদীর তীরে আসতে শুরু করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি : কালবেলা
টঙ্গীর তুরাগ নদীর তীরে আসতে শুরু করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বটি অনুষ্ঠিত হবে নিজামুদ্দিন মারকাজ অনুসারী বা সাদপন্থিদের ব্যবস্থাপনায়। আয়োজকদের পক্ষ থেকে এই পর্বের বয়ান, নামাজ ও আখেরি মোনাজাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বিশ্ব ইজতেমার ময়দানে প্রতিদিন ফজর নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৬টায়, জহুরের নামাজ অনুষ্ঠিত হবে দুপুর ২টায়, আসরের নামাজ অনুষ্ঠিত হবে বিকেল ৪টা ৩৫ মিনিটে, মাগরিব ওয়াক্তমতো এবং এশা বয়ানের ও তাশকিলের ৩০ মিনিট পর।

ইজতেমায় বৃহস্পতিবারের আনুষ্ঠানিকতা : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে সমবেত হচ্ছেন। আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু না হলেও খিত্তায় খিত্তায় চলছে তালিম, বয়ানসহ ধর্মীয় আলোচনা। আজ (বৃহস্পতিবার) বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুন সাহেবের আমবয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। তার বয়ান বাংলায় তরজমা করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ সাহেব চাঁদপুরী।

বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইয়াকুব সিলানী (নিজামুদ্দিন)। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ সাহেব।

প্রথম দিনের বয়ান ও জুমার নামাজ : বিশ্ব ইজতেমার প্রথম দিন বাদ ফজর বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)। সকাল ১০টা ৩০ মিনিটে বিভিন্ন খিত্তায় খিত্তায় শুরু হবে তালিম। এদিন বিশ্ব ইজতেমার ময়দানে দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ জুমার নামাজ। জুমার নামাজ পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা ওয়াসিফুল ইসলাম।

বাদ আসর বয়ান করবেন হাফেজ মনজুর সাহেব (নিজামুদ্দিন)। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জামশেদ সাহেব (নিজামুদ্দিন)।

দ্বিতীয় দিন বয়ান করবেন যারা : বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন বাদ ফজর বয়ান করবেন মোরসালিন সাহেব (নিজামুদ্দিন)। সকাল ৯টা ৩০ মিনিটে তালিমের মওজু পরিচালনা করবেন মুফতি ইয়াকুব সাহেব (নিজামুদ্দিন)।

বাদ জোহর আরব মেহমানরা বয়ান করবেন। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)।

তৃতীয় দিন বয়ান ও মোনাজাত: বিশ্ব ইজতেমার তৃতীয় দিন বাদ ফজর বয়ান করবেন মুফতি রিয়াসাত সাহেব (নিজামুদ্দিন)। এরপর হেদায়েতের বয়ান ও দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জামশেদ সাহেব (নিজামুদ্দিন)।

আয়োজকরা জানিয়েছেন, ইজতেমায় আসা দেশবিদেশের সাথীদের জন্য পৃথক ভাষায় তালিমের ব্যবস্থা থাকবে। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ও বয়ানের তরজমাকারীদের তালিকা আজ (বৃহস্পতিবার) এশার নামাজের পর চূড়ান্ত করা হবে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামবে বলে আশা আয়োজকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজাখস্তান তো ইসরায়েলের ‘ব্যবহৃত মাল’ : ফিলিস্তিনি নেতা

শিবগঞ্জে যাচ্ছেন মীর স্নিগ্ধ

সামিরা-ডনের ফাঁসি চেয়ে কাশিমপুরে স্লোগানে উত্তাল

আদিবাসীদের নবান্ন উৎসব / রাজশাহীতে ওয়ানগালা ও লবান উৎসব উদযাপন

বিএনপিই পারবে সব সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে : দুলু

সরাইল-আশুগঞ্জের মানুষ ধানের শীষ ছাড়া কিছুই বোঝে না : রুমিন ফারহানা

দুএকটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : নীরব

আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার ঘোষণা হাসনাতের

‘বাকসু’ নাম নিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের টানাটানি

সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী

১০

শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ম্যানইউ

১১

সন্তানের জন্মে ব্যতিক্রমী উদ্‌যাপন

১২

আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা সমঝোতা ছাড়াই শেষ

১৩

কুতুবদিয়া চ্যানেল পাড়ি / সবার আগে তীরে পৌঁছে গেলেন ১৮ বছরের তরুণ রাব্বি

১৪

শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

১৫

‘বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন’

১৬

‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব’ ফেসবুকে পোস্ট করা আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

গামিনিকে আনুষ্ঠানিক বিদায় জানাল বিসিবি

১৮

প্রধান উপদেষ্টা ডাকলে আমরা যাব, অন্য দল দিয়ে কেন : সালাহউদ্দিন

১৯

৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে এক নেতাকে নোটিশ ছাত্রদলের

২০
X