নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে : প্রিন্স

নেত্রকোনায় জনসমাবেশে বক্তব্য দেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
নেত্রকোনায় জনসমাবেশে বক্তব্য দেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আজ ছয় মাস অতিবাহিত হওয়ার পর সরকারকে বার্তা দিতে চাই, অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন দিতে হবে। এর মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করুন। সংস্কার কাজে আমরা আপনাদের সহযোগিতা করব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রিন্স বলেন, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সরকারকে পরিষ্কার বার্তা দিতে চাই, এই পতিত ফ্যাসিবাদের বিচার করতে হবে। ফ্যাসিবাদের হোতাদের দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি বলেন, আমরা দেখছি আওয়ামী লীগের দোসররা চোখের সামনে ঘুরে বেড়ায়। প্রশাসন তাদের ধরে না। শুনতে পাই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। শয়তান ধরার যে অপারেশন তা ছয় মাস পরে কেন? কেন সরকার গঠনের পর পরই অপারেশন ডেভিল হান্ট‌‌‌ চালু করা হলো না। ওবায়দুল কাদেরসহ অন্য শয়তানরা দেশ ছেড়ে পালিয়েছে। তাদের কেন ধরা হলো না?

তিনি আরও বলেন, সরকারকে বলতে চাই, দ্রুত সঠিক পথে ফিরে আসুন। সঠিক ও সুন্দরভাবে দেশ চালান। চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করুন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমান, নির্বাচনের রোডম্যাপ দেন, ফ্যাসিস্টের বিচার করুন- এটাই আমাদের দাবি।

প্রিন্স বলেন, ভারতের প্রেম হাসিনার সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে নয়। কিন্তু বাংলাদেশের মানুষ চায় ভারতের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অপরাধী হিসেবে চিহ্নিত খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত এই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। আমরা সরকারকে পরিষ্কার বার্তা দিচ্ছি- হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। খুনি হাসিনার বিচার কোনো শক্তিই আটকাতে পারবে না।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের পুরোনো কালেক্টরেট মাঠে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. আরিফা জেসমিন নাহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১০

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১১

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১২

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৩

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

১৪

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

১৫

তারেক রহমানের বক্তব্য বিকৃত করছে একটি গোষ্ঠী : আবিদ

১৬

জামায়াত কী হিন্দুদের স্বর্গের টিকিটও দেবে : সেলিম জাহাঙ্গীর

১৭

ঢাকা-১৮ আসনে কফিল উদ্দিনের উদ্যোগে উঠান বৈঠক

১৮

সংবাদ সম্মেলনে অভিযোগ / রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে হত্যা মামলা প্রত্যাহারের পাঁয়তারা 

১৯

নৌকা উল্টে  কর্ণফুলীতে ভেসে গেল সাড়ে ১২ টন মাছ

২০
X