চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমরা আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি’

চট্টগ্রামে এবি পার্টির মতবিনিময় সভা। ছবি : কালবেলা
চট্টগ্রামে এবি পার্টির মতবিনিময় সভা। ছবি : কালবেলা

সরকার আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ অবস্থান না নিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ড. ইউনূস আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়নে তার দৃঢ়তার ছাপ নেই। আমরা তার কাছ থেকে আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি। আসন্ন রমজানে দ্রব‍্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ‍্যে নিয়ে আসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমার বাংলাদেশ (এবি) পার্টি, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ‘দ্বিতীয় প্রজন্মের রাজনীতি কেমন হওয়া চাই’ শীর্ষক মতবিনিময় ও সংগঠক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান, এবি পার্টির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহসম্পাদক হায়দার আলী চৌধুরী, এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরী, এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহসমন্বয়ক মুহাম্মদ জাবেদ, যুবনেতা রোটারিয়ান ওমর ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, নুর আনোয়ার, বাকলিয়া থানার সহসমন্বয়ক মোহাম্মদ আজগর, ১৮ নম্বর বাকলিয়া ওয়ার্ড সহ-সমন্বয়ক এসএম আবুল কাশেম, চট্টগ্রাম মহানগর নেতা আতাউর রহমান নূর, যুব নেতা রূপস বড়ুয়া রাজু, নাছির উদ্দিন, জাহেদুর ইসলাম, সবুজ কর্মকার, নাজমুল হাসান, সঞ্চয় চৌধুরী, সজিব চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট গোলাম ফারুক বলেন, বাংলাদেশ আমাদের একটি পরিবারের মতো। তাই বাংলাদেশকে আমরা আমাদের পরিবারের মতো যত্ন করব। আমার বাংলাদেশ (এবি) পার্টি তৈরি হয়েছে বাংলাদেশকে সমৃদ্ধ ও শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল মো. দিদারুল আলম বলেন, আমরা একাত্তরে যে আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি মানচিত্র এবং সংবিধান পেয়েছিলাম তা ৫৪ বছর পার হলেও আমরা একাত্তরের সংবিধান থেকে তৈরি হওয়া ফ্যাসিবাদী ব্যবস্থাপনাকে বিলোপের জন্য সংগ্রাম করতে হচ্ছে। এবি পার্টি একাত্তরের জনআকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে নিয়ে একটি নতুন দেশ গঠন করতে চায়।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, একটি ঐতিহাসিক প্রয়োজন ও প্রেক্ষাপটে ২০২০ সালে এবি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। দেশে যে রাজনৈতিক দলের শূন্যতা তৈরি হয়েছে এবি পার্টি সে শূন্যতা পূরণ করতে চায়। সাম্য ও ইনসাফের ভিত্তিতে এবি পার্টি বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বিজয় না হওয়া পর্যন্ত এই লক্ষ্য থেকে এবি পার্টি পিছপা হবে না। তারুণ্য ও দ্বিতীয় প্রজন্মের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এবি পার্টির প্রতি সবার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন পর্যায়ের সংগঠকদের পার্টির বক্তব্য মানুষ কাছাকাছি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় দেখানো হচ্ছে হাসিনার গণহত্যা

রাজধানীতে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

ইউটিউবে বাংলাদেশের ৪ টিভি চ্যানেল বন্ধ করল ভারত

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি

‘এখন যদি খালেদা জিয়া শাহবাগে উপস্থিত হন’, পিনাকীর স্ট্যাটাস

উত্তেজনার মধ্যে বড় সুসংবাদ পেল পাকিস্তান

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, হবিগঞ্জে বৈষম্যবিরোধীদের ৪ জনকে পিটিয়ে আহত

হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্লকেড

ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারেন মোদি

১০

সীমান্তে আটক সেই ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর

১১

মধ্যরাতে সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে হামলা

১২

ধানমন্ডিতে জুমার নামাজ আদায় করলেন ডা. জুবাইদা

১৩

মৌসুমের সর্বোচ্চ গরমে পুড়ছে দেশ, দাবদাহ ভোগাবে আরও দুদিন

১৪

শেখ মুজিবের কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ হতে পারে : অ্যাটর্নি জেনারেল 

১৫

সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন : সাইফুল হক

১৬

লেভারকুজেন ছাড়ার ঘোষণা আলোনসোর, ফিরবেন কি রিয়ালের ডাগআউটে?

১৭

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে ৪৩ দল ও সংগঠন

১৮

জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, আহত ১০

১৯

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত ঘোষণা

২০
X