চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমরা আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি’

চট্টগ্রামে এবি পার্টির মতবিনিময় সভা। ছবি : কালবেলা
চট্টগ্রামে এবি পার্টির মতবিনিময় সভা। ছবি : কালবেলা

সরকার আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ অবস্থান না নিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ড. ইউনূস আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়নে তার দৃঢ়তার ছাপ নেই। আমরা তার কাছ থেকে আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি। আসন্ন রমজানে দ্রব‍্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ‍্যে নিয়ে আসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমার বাংলাদেশ (এবি) পার্টি, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ‘দ্বিতীয় প্রজন্মের রাজনীতি কেমন হওয়া চাই’ শীর্ষক মতবিনিময় ও সংগঠক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান, এবি পার্টির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহসম্পাদক হায়দার আলী চৌধুরী, এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরী, এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহসমন্বয়ক মুহাম্মদ জাবেদ, যুবনেতা রোটারিয়ান ওমর ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, নুর আনোয়ার, বাকলিয়া থানার সহসমন্বয়ক মোহাম্মদ আজগর, ১৮ নম্বর বাকলিয়া ওয়ার্ড সহ-সমন্বয়ক এসএম আবুল কাশেম, চট্টগ্রাম মহানগর নেতা আতাউর রহমান নূর, যুব নেতা রূপস বড়ুয়া রাজু, নাছির উদ্দিন, জাহেদুর ইসলাম, সবুজ কর্মকার, নাজমুল হাসান, সঞ্চয় চৌধুরী, সজিব চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট গোলাম ফারুক বলেন, বাংলাদেশ আমাদের একটি পরিবারের মতো। তাই বাংলাদেশকে আমরা আমাদের পরিবারের মতো যত্ন করব। আমার বাংলাদেশ (এবি) পার্টি তৈরি হয়েছে বাংলাদেশকে সমৃদ্ধ ও শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল মো. দিদারুল আলম বলেন, আমরা একাত্তরে যে আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি মানচিত্র এবং সংবিধান পেয়েছিলাম তা ৫৪ বছর পার হলেও আমরা একাত্তরের সংবিধান থেকে তৈরি হওয়া ফ্যাসিবাদী ব্যবস্থাপনাকে বিলোপের জন্য সংগ্রাম করতে হচ্ছে। এবি পার্টি একাত্তরের জনআকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে নিয়ে একটি নতুন দেশ গঠন করতে চায়।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, একটি ঐতিহাসিক প্রয়োজন ও প্রেক্ষাপটে ২০২০ সালে এবি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। দেশে যে রাজনৈতিক দলের শূন্যতা তৈরি হয়েছে এবি পার্টি সে শূন্যতা পূরণ করতে চায়। সাম্য ও ইনসাফের ভিত্তিতে এবি পার্টি বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বিজয় না হওয়া পর্যন্ত এই লক্ষ্য থেকে এবি পার্টি পিছপা হবে না। তারুণ্য ও দ্বিতীয় প্রজন্মের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এবি পার্টির প্রতি সবার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন পর্যায়ের সংগঠকদের পার্টির বক্তব্য মানুষ কাছাকাছি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারভিউয়ে এগিয়ে থাকতে চান? জেনে নিন ৬ বিশেষ টিপস

নাহিদের অসভ্য উক্তিতে দেশের মানুষ কষ্ট পেয়েছে : ফারুক

মামুনকে দুই টুকরা করে ভরা হয় বস্তাতে, মিলল পাষণ্ডের বর্বরতার রোমহর্ষক তথ্য

সালিশ বৈঠক শুরুর আগে ছুরিকাঘাতে যুবক খুন

১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

এই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে: আনোয়ারা

খাগড়াছড়ি থানায় এনসিপি নেতা-নেত্রীর পাল্টাপাল্টি জিডি 

ঘুষ কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন নেপালের মন্ত্রী

ছাত্রলীগের দুই কর্মী এখন দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি

কেন ভেঙেছিল মান্নার প্রথম প্রেম?

১০

গাড়ি থামিয়ে ঘুষের অভিযোগ, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধনের প্রাথমিক কার্যক্রম শুরু

১২

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি বাড়িয়েছে সরকার

১৩

কবে কমবে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৪

বিশাল নিয়োগ দিচ্ছে ওয়ালটন, আবেদন চলবে ২৫ জুলাই পর্যন্ত

১৫

কাতার থেকে কেনা হচ্ছে এক কার্গো এলএনজি

১৬

সোহাগ হত্যার আসামি নান্নু যেভাবে ধরা পড়লেন

১৭

দিনাজপুরে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা

১৮

প্রেম গুঞ্জনে হাওয়া দিলেন কৃতি স্যানন

১৯

এনবিআরের আন্দোলনের জেরে আরও ৮ কর কর্মকর্তা বরখাস্ত 

২০
X