বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমরা আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি’

চট্টগ্রামে এবি পার্টির মতবিনিময় সভা। ছবি : কালবেলা
চট্টগ্রামে এবি পার্টির মতবিনিময় সভা। ছবি : কালবেলা

সরকার আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ অবস্থান না নিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ড. ইউনূস আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়নে তার দৃঢ়তার ছাপ নেই। আমরা তার কাছ থেকে আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি। আসন্ন রমজানে দ্রব‍্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ‍্যে নিয়ে আসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমার বাংলাদেশ (এবি) পার্টি, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ‘দ্বিতীয় প্রজন্মের রাজনীতি কেমন হওয়া চাই’ শীর্ষক মতবিনিময় ও সংগঠক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান, এবি পার্টির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহসম্পাদক হায়দার আলী চৌধুরী, এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরী, এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহসমন্বয়ক মুহাম্মদ জাবেদ, যুবনেতা রোটারিয়ান ওমর ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, নুর আনোয়ার, বাকলিয়া থানার সহসমন্বয়ক মোহাম্মদ আজগর, ১৮ নম্বর বাকলিয়া ওয়ার্ড সহ-সমন্বয়ক এসএম আবুল কাশেম, চট্টগ্রাম মহানগর নেতা আতাউর রহমান নূর, যুব নেতা রূপস বড়ুয়া রাজু, নাছির উদ্দিন, জাহেদুর ইসলাম, সবুজ কর্মকার, নাজমুল হাসান, সঞ্চয় চৌধুরী, সজিব চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট গোলাম ফারুক বলেন, বাংলাদেশ আমাদের একটি পরিবারের মতো। তাই বাংলাদেশকে আমরা আমাদের পরিবারের মতো যত্ন করব। আমার বাংলাদেশ (এবি) পার্টি তৈরি হয়েছে বাংলাদেশকে সমৃদ্ধ ও শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল মো. দিদারুল আলম বলেন, আমরা একাত্তরে যে আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি মানচিত্র এবং সংবিধান পেয়েছিলাম তা ৫৪ বছর পার হলেও আমরা একাত্তরের সংবিধান থেকে তৈরি হওয়া ফ্যাসিবাদী ব্যবস্থাপনাকে বিলোপের জন্য সংগ্রাম করতে হচ্ছে। এবি পার্টি একাত্তরের জনআকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে নিয়ে একটি নতুন দেশ গঠন করতে চায়।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, একটি ঐতিহাসিক প্রয়োজন ও প্রেক্ষাপটে ২০২০ সালে এবি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। দেশে যে রাজনৈতিক দলের শূন্যতা তৈরি হয়েছে এবি পার্টি সে শূন্যতা পূরণ করতে চায়। সাম্য ও ইনসাফের ভিত্তিতে এবি পার্টি বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বিজয় না হওয়া পর্যন্ত এই লক্ষ্য থেকে এবি পার্টি পিছপা হবে না। তারুণ্য ও দ্বিতীয় প্রজন্মের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এবি পার্টির প্রতি সবার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন পর্যায়ের সংগঠকদের পার্টির বক্তব্য মানুষ কাছাকাছি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১০

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১২

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৩

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৪

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৫

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

১৬

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৭

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

১৮

অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে : ফায়ার সার্ভিস

১৯

গণভোট মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের

২০
X