চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আদালতের আদেশ না মানায় চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে শোকজ 

মো. আবু রায়হান। ছবি : সংগৃহীত
মো. আবু রায়হান। ছবি : সংগৃহীত

অর্থঋণ মামলায় আদালতের আদেশ পরিপালন না করায় চট্টগ্রামের এক ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত। তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আবু রায়হান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এই আদেশ দেন চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

কালবেলাকে তিনি বলেন, দুবার আদেশ প্রদান করা হলেও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বন্ধকি সম্পত্তির ক্ষতিপূরণের টাকা বাদী ব্যাংকের বরাবরে অবমুক্ত করেনি। মূলত ভূমি অধিগ্রহণ কর্মকর্তার সহযোগিতা এবং আদালতের আদেশ অবমাননার কারণে ব্যাংকে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় আটকে আছে।

রেজাউল করিম জানান, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকল বাহা মৌজার দুটি দাগের জমির মালিক আবুল বশর। জমিগুলো তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসি খাতুনগঞ্জ শাখার কাছে বন্ধক রেখে ঋণগ্রহণ করেছিলেন। আবুল বশর ঋণ খেলাপি ব্যাংক ৬৩ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৮৩২ টাকা আদায়ের দাবিতে এই মামলা করেছিল। ২০২৪ সালের ২৯ জানুয়ারি এক দরখাস্তের মাধ্যমে অধিগ্রহণকৃত ওই দুই দাগের জমির ক্ষতিপূরণ বাবদ রোয়েদারদের অর্থ বাদী ব্যাংকের বরাবর অবমুক্ত করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা ওই আদেশ পালন না করায় বাদী ব্যাংকের আবেদনক্রমে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর এই টাকা বাদী ব্যাংকের বরাবর অবমুক্ত করার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়। নির্দেশের প্রেক্ষিতে ২০১৪ সালের ১৯ নভেম্বর জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু রায়হান সেই টাকা অবমুক্ত না করে একটি ব্যাখ্যা দাখিল করেন। তার ব্যাখ্যায় দেখা যায়, ওই দাগের টাকা আবুল বশরের নামেই প্রস্তুত হয়েছে। কিন্তু আদালতের আদেশ না মানায় আবুল বশর উপস্থিতির মাধ্যমে এলএ শাখার ভাউচার এবং বাদী ব্যাংকের নামে নামজারি খতিয়ান প্রস্তুতির মাধ্যমে এলএ ভাউচার উত্তোলন এবং ব্যাংকের নামে নামজারি খতিয়ান প্রস্তুতির মাধ্যমে অ্যাওয়ার্ড সংশোধন দরকার বলে ব্যাখ্যা দাখিল করেন।

আদালতের আদেশ পালন করা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের অবশ্যক ও দায়িত্ব। ফলে বিবাদী কিংবা অন্য কোন দাবিদার আপত্তি না থাকা সত্ত্বেও আদালতের আদেশ মোতাবেক বাদী ব্যাংকের বরাবরে ওই টাকা অবমুক্ত না করে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, তা আদালত অবমাননাকর। এই কারণেই আগামী ২৩ ফেব্রুয়ারি তাকে ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে মাথায় তেল মেখে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর, জানুন

ম্যানইউ ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট কোচ হিসেবে চাকরি হারালেন আমোরিম

মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন বিএনপির প্রার্থী মিন্টু

বিয়ের প্রলোভনে ধর্ষণ-ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা, ঢাবিছাত্রকে খুঁজছে পুলিশ

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

বিএফআইইউ-ব্র্যাক ব্যাংক বোর্ডের মতবিনিময়

খালেদা জিয়ার শোক বইতে পাকিস্তান জমিয়ত আমিরের স্বাক্ষর

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পরীক্ষায় নকল করে যে শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৩ শিক্ষার্থী 

রূপগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১০

প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

১১

নিউইয়র্কের কোর্টে তোলা হলো মাদুরোকে

১২

তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

জুলাই যোদ্ধা সুরভীর জামিন

১৪

কনকনে শীতে সড়ক থেকে উদ্ধার হওয়া সেই দুই শিশুর একজনের মৃত্যু

১৫

দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২

১৬

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

১৭

১০৬টি পার্ক ও খেলার মাঠ রক্ষায় ডিএনসিসির কমিটি গঠন

১৮

খালেদা জিয়া ছিলেন রাজনীতির বাতিঘর : কবীর আহমেদ ভূইয়া

১৯

বগুড়ায় ৯ নেতাকে সুখবর দিল বিএনপি

২০
X