শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর প্রেমিকের হাতে প্রবাসী স্বামী খুন

নিহত আলাউদ্দিন। ছবি : সংগৃহীত
নিহত আলাউদ্দিন। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে আলাউদ্দিন বেপারি নামে এক প্রবাসী স্বামী খুন হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মজিল হক বেপারি কান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছে।

নিহত প্রবাসী আলাউদ্দিন (৩৪) মজিল হক বেপারি কান্দি গ্রামের মকবুল হক বেপারির ছেলে। আটককৃতরা একই গ্রামের ওবায়দুল্লাহ মৃধার দুই ছেলে আব্দুল্লাহ মৃধা (২৫) ও রিফাত মৃধা (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন বেপারি দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী ছিলেন। তার স্ত্রী রুমা আক্তার (২৮) দুই ছেলে মেয়ে নিয়ে বাড়িতে থাকতেন। অভিযুক্ত আবদুল্লাহ মৃধা আলাউদ্দিন বেপারির একটি দোকান ভাড়া নিয়ে টেইলার্সের ব্যবসা করতেন। ভাড়া তোলাসহ কাপড় সেলাই করতে গিয়ে রুমার সঙ্গে আবদুল্লাহর সম্পর্কের উন্নতি হয়। এক মাস আগে আলাউদ্দিন বেপারি দেশে ফেরার পর আবদুল্লাহ ও রুমার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠার পর স্থানীয়রা বিষয়টি নিয়ে উভয়পক্ষকে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। তারপরও আলাউদ্দিন বেপারি আবদুল্লাহ মৃধার সঙ্গে বিষয়টি নিয়ে তর্কে জড়িয়ে পড়লে আবদুল্লাহ তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করেন। স্থানীয়রা ছাড়াতে গেলে তারাও আহত হন। এরপর আলাউদ্দিন বেপারিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলাউদ্দিন বেপারির স্ত্রী রুমা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আবদুল্লাহ আমার একটি গোপন ছবি দিয়ে আমাকে জ্বালাতন করত। ভয় দেখিয়ে বলত, ফেসবুকে ছবি ভাইরাল করে দেব। সেই ছবি আজ আমার মোবাইলে দিয়েছে সে। ছবিটি আমি ডিলেট করি নাই, আমার স্বামীকে দেখানোর জন্য। স্বামী আলাউদ্দিন মোবাইলে ছবি দেখতে পেয়ে আবদুল্লাহর দোকানে গিয়েছিল। তারপর এই ঘটনা ঘটেছে।

মো. ইয়াকুব নামে স্থানীয় একজন বলেন, পরকীয়া প্রেমের কারণে এই ঘটনা ঘটেছে। আবদুল্লাহ মৃধা আলাউদ্দিন বেপারির ঘাড়ে কাঁচি ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। এ রকম ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি।

আলাউদ্দিন বেপারির ছোট বোন তানজিলা আক্তার বলেন, আবদুল্লাহ ও রুমা প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পর বিচার সালিশ হয়েছে। বিচারে আবদুল্লাহকে সতর্ক করে দেওয়া হয়েছিল। আলাউদ্দিনকে হত্যাকারী আবদুল্লাহ মৃধা, তার ভাই রিফাত মৃধা ও রুমা আক্তারের উপযুক্ত বিচার দাবি করছি আমি।

বিষয়টি নিয়ে শরীয়তপুরের সহাকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুসফিকুর রহমান বলেন, আলাউদ্দিন বেপারি নামে এক ব্যক্তিকে কাঁচির আঘাতে খুন করা হয়েছে। এই ঘটনায় আবদুল্লাহ মৃধা ও রিফাত মৃধা নামে দুজনকে আটক করেছে পুলিশ। আলাউদ্দিনের স্ত্রী রুমা আক্তারের সঙ্গে আবদুল্লাহর প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি। তাদের পরকীয়া প্রেমের বিষয়টি নিয়ে এলাকার মুরব্বিরা তাদের বাড়াবাড়ি করতে নিষেধ করেছিল। মুরব্বিদের সিদ্ধান্ত ছিল, যে যার মতো থাকবে। তারপরও কথাকাটাকাটির একপর্যায়ে পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন প্রবাসী আলাউদ্দিন বেপারি। এ ঘটনায় মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রান্নায় মরিচ বেশি হলে যা করবেন

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

নেইমারকে পেছনে ফেলে মেসির বিশ্বরেকর্ড

জবাব দিলেন সোনাক্ষী

অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেবে বিএনপি

চাকসুর ভোটগ্রহণ শুরু, ১০ মিনিটে দিতে হবে ৪০ ভোট

ইস্টার্ন ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ

অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ঘুম থেকে উঠে আগে পানি খাবেন, না ব্রাশ করবেন—জানালেন চিকিৎসক

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

ইসলামিক রিলিফ বাংলাদেশে ইন্টার্ন করার সুযোগ

১২

পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার জয়

১৩

চীনকে ঠেকাতে অভিনব উদ্যোগ ভারতের

১৪

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫

১৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

৩৫ বছর পর আজ চাকসুর ভোট

১৭

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ

১৮

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

১৯

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০
X