আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবহার শেষে কলম মাটিতে ফেললে জন্মাবে গাছ

পরিবেশবান্ধব কলম হাতে বরগুনার আমতলীর শিক্ষার্থী আমিরুল ইসলাম। ছবি : কালবেলা
পরিবেশবান্ধব কলম হাতে বরগুনার আমতলীর শিক্ষার্থী আমিরুল ইসলাম। ছবি : কালবেলা

কলমের কালি ফুরিয়ে গেলে সেটির জায়গা হয় ময়লার ঝুড়িতে। সৃষ্টি করে দূষণ। কিন্তু এমন কলম যদি বানানো যায়, যা থেকে গাছের জন্ম হবে, কেমন হবে সেটা? এমনই পরিবেশবান্ধব এক উদ্যোগ নিয়েছে বরগুনার আমতলী উপজেলার আমিরুল ইসলাম নামের এক স্কুলশিক্ষার্থী।

জানা গেছে, উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী। ছোট থেকেই নতুন কিছু সৃষ্টির উদ্যোগ তার। গত বছরের সেপ্টেম্বরে প্লাস্টিকের ব্যবহার কমাতে পরিবেশবান্ধব কলম তৈরির উদ্যোগ নেন তিনি।

দুই মাস চেষ্টার পর নভেম্বর মাসে সফল হন তিনি। বিভিন্ন রঙের কাগজের মধ্যে কালির শীষ পেঁচিয়ে আঠা লাগিয়ে ভালোভাবে মুড়িয়ে দেওয়া হয়। ওই কাগজের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা ভরে দেন। ওই কলম রোদে শুকিয়ে শক্ত করা হয়। এভাবে তৈরি হয় পরিবেশবান্ধব কাগজের কলম। এ কলম ব্যবহার শেষে মাটিতে ফেলে দিলেই ফলদ গাছের চারা জন্মাবে।

উদ্যোক্তা আমিরুল ইসলামের উদ্যোগ পাঁচ-দশ টাকা ব্যয়ে হাজার টাকা আয়ের পথ তৈরি করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। বাজারে থাকা প্লাস্টিকের কলম পরিবেশদূষণ ছাড়া আর কিছুই হয় না। আর এ কলমের কালি ফুরিয়ে গেলে মাটিতে ফেলে রাখলেই গাছের চারা জন্ম হবে। ওই গাছ থেকে আয়ের পথও সুগম হবে আবার পরিবেশ রক্ষা পাবে।

আমিরুলের এমন উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সবাই তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

উদ্যোক্তা আমিরুল বলেন, দুই মাস চেষ্টার পরে প্লাস্টিক ব্যবহার কমাতে কাগজের তৈরি পরিবেশবান্ধব কলম তৈরি করেছি। এতে একদিকে প্লাস্টিকের ব্যবহার কমবে অন্য দিকে কলমটি ব্যবহার শেষে মাটিতে ফেলে রাখলেই ফলদ গাছের চারা জন্মাবে। প্লাস্টিকের তৈরি কলম শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে। এ কলম ব্যবহার করলে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হবে না।

তিনি বলেন, আমার লক্ষ্য হলো পাঁচ টাকা ব্যয়ে হাজার টাকার আয়ের পথ সৃষ্টি করা। মানুষ গাছ রোপণে আগ্রহী না। আমার এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে অনায়াসেই গাছ জন্মাবে। কারণ যেখানে এ কলম ফেলা হবে সেখানেই ফলদ গাছের চারার জন্ম হবে।

আমিরুলের বাবা মো. মনিরুল ইসলাম বলেন, আমিরুল লেখাপড়ার পাশাপাশি ছোট থেকেই পরিবেশ রক্ষায় কাজ করছে। তারই সফলতা পরিবেশবান্ধব কাগজের কলম তৈরি।

আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ হান্নান বলেন, আমিরুল ইসলাম প্লাস্টিক ব্যবহার কমাতে পরিবেশবান্ধব কলম তৈরি করেছে। এতে একদিকে পরিবেশ সুরক্ষিত হবে, অন্যদিকে আর্থিক সাশ্রয় হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আমিরুলের এমন উদ্যোগকে প্রসারিত করতে সব ধরনের সহায়তা করা হবে। এটি একটি ভালো উদ্যোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১১

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১২

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৩

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১৪

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৫

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৬

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৭

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৮

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৯

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

২০
X