আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আলফাডাঙ্গায় বিএনপির কার্যালয়ে বোমা বিস্ফোরণ

বিএনপির কার্যালয়ে বোমা বিস্ফোরণের খবরে ঘটনাস্থল পরিদর্শন করে আলফাডাঙ্গা থানা পুলিশ। ছবি : কালবেলা
বিএনপির কার্যালয়ে বোমা বিস্ফোরণের খবরে ঘটনাস্থল পরিদর্শন করে আলফাডাঙ্গা থানা পুলিশ। ছবি : কালবেলা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে গভীর রাতে ৪টি পেট্রলবোমা বিস্ফোরণের ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে হাসপাতাল রোডে বিএনপির (একাংশের) অস্থায়ী কার্যালয়ে এমন ঘটনার সংবাদ পাওয়া গেছে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সংবাদ পেয়ে ভবনের প্রধান গেট ও কার্যালয়ে দরজাসহ উভয় তালা কেটে ভেতরে প্রবেশ করে। রুমের ভেতর ৪টি পেট্রলবোমার বোতল বিস্ফোরণ হয়েছে ও জানালা দিয়ে কাপড়ের আগুনে পোড়া অংশ দৃশ্যমান দেখা গেছে।

স্থানীয়দের ধারণা- কে বা কারা রাতে জানালা দিয়ে বোতল ঢুকিয়ে এবং বোতলের সঙ্গে পেট্রল মেশানো কাপড় বেঁধে বাইর থেকে আগুন দিয়েছে। এ ধরনের কাজ নিন্দানীয়। প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।

উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন কালবেলাকে বলেন, কার্যালয়ে বোমা বিস্ফোরণের এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে।

আলফাডাঙ্গা থানার ওসি হারুন-অর রশিদ কালবেলাকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। সেখান থেকে পেট্রলবোমার ৪টি বোতল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে মামলা করা হবে।

থানা সূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে মধুখালী সার্কেল সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান পরিদর্শনকালে বলেন, আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় উপজেলা বিএনপি একাংশের আয়োজনে বিকেল ৫টার দিকে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোসবুর রহমান খোকন তার লিখিত বক্তব্য পাঠ করে ঘটনার বিবরণ দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও বোয়ালমারী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামসউদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক (স্থগিত) আহমেদ সিকদার, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর মিজান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

ট্রফি উদযাপনের দিনে রাজশাহী-বগুড়াবাসীকে যে বার্তা দিলেন মুশফিক

নির্বাচনকে গণতন্ত্র পুনর্গঠনের আন্দোলন হিসেবে দেখছি : জুনায়েদ সাকি

এনপিএ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভারতকে ‘ভালো প্রতিবেশী’ বললেন চীনের প্রেসিডেন্ট

সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের সমাবেশে বজ্রপাত, আহত ৮৯

নিখোঁজ কুকুরের সন্ধান দিলে ৩ লাখ টাকা পুরস্কার ঘোষণা

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস

ফলাফল না জানা পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না : শেখ আব্দুল্লাহ 

৩২ দলের অংশগ্রহণে শেষ হলো জমজমাট ‘হোন্ডা ফুটসাল লিগ’

১০

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

১১

দুই স্পিডবোটের সংঘর্ষে নারী নিহত

১২

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

১৩

বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় দুই শিক্ষকের মারামারি

১৪

বিএনপি ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করবে : সালাহউদ্দিন

১৫

গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : ডা. রফিক

১৬

এলাকার মানুষের দুঃখ দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ : হাবিব

১৭

আবার নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র : মির্জা আব্বাস

১৮

বৃষ্টির পূর্বাভাস

১৯

ঢাবিতে দোয়া-স্মরণসভায় শহীদ ওসমান হাদির ন্যায়বিচারের দাবি

২০
X