ঝিনাইদহের মহেশপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে ভিক্ষুকদের মাঝে অটোভ্যান, চা-মুদি দোকান ও ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ বাস্তবায়নে ৫ জন ভিক্ষুককে অটোভ্যান, ৪ জনকে চা-মুদি দোকান ও একজনকে পাঠা ও বকরি ছাগল বিতরণ করা হয়।
সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানে ফেরাতে ভিক্ষুকদের মাঝে ভ্যান, মুদি দোকান ও ছাগল বিতরণ করা হয়েছে। প্রায় চার লাখ টাকা ব্যয়ে দেওয়া এসব ভ্যান, দোকান ও ছাগলের প্রতি সপ্তাহে একবার করে তদারকি করা হবে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শরীফ শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সৈয়দ শারিয়ার আকাশ, সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন