কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাদের না জানিয়ে বাছুর বিতরণ করায় হট্টগোল

বরিশালের বাবুগঞ্জে মৎস্য অধিদপ্তরের আওতায় গরু বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
বরিশালের বাবুগঞ্জে মৎস্য অধিদপ্তরের আওতায় গরু বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের আওতায় গরু বিতরণ অনুষ্ঠানে গিয়ে হট্টগোল করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের জিজ্ঞাসা না করে কেন গরু বিতরণ করা হচ্ছে, এ অভিযোগ তুলে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীনের সঙ্গে হট্টগোল করেন তারা।

তাদের বাধায় বিতরণ কার্যক্রম বন্ধের উপক্রম হয়। পরে বিএনপি নেতাদের দেওয়া তালিকা অনুযায়ী ৭টি বাছুর বিতরণ করার পর পরিস্থিতি শান্ত হয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানে উপজেলার ৮০ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়। বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ। তবে তিনি ৪৮টি বাছুর বিতরণ করে চলে যান। পরে বিএনপির নেতাকর্মীরা এসেছিলেন। তখন একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে বিষয়টি নিয়ে বিএনপি নেতারা দুঃখ প্রকাশ করেছেন।

মৎস্য কর্মকর্তা বলেন, তালিকা নাম থাকা চার জেলে আসেননি এবং তিনজনের বিরুদ্ধে আপত্তি থাকায় তাদের বাদ দেওয়া হয়েছে। পরে নতুন করে সাতজন প্রকৃত জেলের মধ্যে বাছুর বিতরণ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, বাছুর বিতরণের সময় উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য খোকন প্যাদা, চাদপাশা ইউনিয়ন বিএনপির নেতা রুবেল সরকার ও নান্টু জমাদ্দারসহ কয়েকজন বিএনপি নেতা এসে হট্টগোল করেন। তারা এসে মৎস্য কর্মকর্তাকে প্রশ্ন করেন- গরু দেওয়ার বিষয়ে কেন জিজ্ঞেস করেননি।

বিএনপি নেতারা মৎস্য কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, তারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন। এখনো তাদের লোককে বারবার বঞ্চিত করা হচ্ছে। তারা অভিযোগ করেন, মৎস্য কর্মকর্তা এর আগে জামায়াত নেতাদের নিয়ে জেলে কার্ড করেছেন। বিএনপির লোকদের কাছেও ভিড়তে দেন না। এসময় মৎস্য কর্মকর্তাকে ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ হিসেবে আখ্যায়িত করে বিএনপি নেতারা বলেন- আপনি আওয়ামী লীগের লোকের মধ্যে গরু বিতরণ করছেন। আপনি খারাপ লোক। এ সময় মৎস্য কর্মকর্তাকে অফিস ছেড়ে চলে যেতেও বলেন বিএনপি নেতারা।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ কালবেলাকে বলেন, গরু বিতরণ নিয়ে একটু ঝামেলা হয়েছে শুনেছি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান ফারুক বলেন, মৎস্য কর্মকর্তার সঙ্গে তাদের কিছু হয়নি। আওয়ামী লীগের চেয়ারম্যান-মেম্বারদের দেওয়া তালিকা অনুযায়ী গরু বিতরণ করছিলেন তিনি। তারা সেটা না করার জন্য বলেছেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব অহিদুল ইসলাম প্রিন্স বলেন, কিছু হয়নি। আওয়ামী লীগের লোকজনদের গরু দেওয়ায় বিএনপির কিছু নেতাকর্মী প্রতিবাদ করেছেন মাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাব ব্যস্ততা শেষ করে হংকং ম্যাচ খেলতে ঢাকায় হামজা

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, অনেকেই ভোট দিতেন : সিইসি

খালে কুমির আতঙ্ক, পানিতে নামতেই ভয় স্থানীয়দের

হত্যা মামলায় দীপু মনি রিমান্ডে 

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘কান্তারা টু’

কনমেবল লিগা অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট / চরম নাটকীয় ম্যাচে আর্জেন্টিনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত মঙ্গলবার

সবচেয়ে বড় বিচারক জনগণ, আ.লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান

মুখ থেঁতলে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার খুলে নিয়েছে দুর্বৃত্তরা

জামায়াতের বিষয়ে যা বললেন তারেক রহমান

১০

ভারতে প্রবল বৃ‌ষ্টি, কুড়িগ্রামে ভেসে আসছে হাজার হাজার গাছ

১১

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক, পাক অধিনায়ক জড়ান তর্কে

১২

ইন্দোনেশিয়ায় স্কুল ভবনধসে মৃত্যু ৫০

১৩

ভারতে হাসপাতালে আগুন, আইসিইউতে ৬ রোগীর মৃত্যু

১৪

কীভাবে নির্বাচিত হন বিসিবি সভাপতি, জেনে নিন পুরো প্রক্রিয়া

১৫

সময় এসে গেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব : তারেক রহমান

১৬

জুলাই আন্দোলনে আমি আমাকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না : তারেক রহমান

১৭

জুবিন গার্গের মৃত্যুরহস্যে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

শেখ সাদি তোমার প্রেমিক? উত্তরে যা বললেন পরীমনি

১৯

বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

২০
X