রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দুদিনেও গ্রেপ্তার হয়নি প্রতারক

সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ব্যাংকের ক্যাশ কাউন্টার। ছবি : সংগৃহীত
সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ব্যাংকের ক্যাশ কাউন্টার। ছবি : সংগৃহীত

কথার ফাঁদে ফেলে রাজশাহীর বাগমারায় এক নারী গ্রাহকের কাছ থেকে ৬৮ হাজার টাকা নিয়ে উধাওয়ের দুদিন পেরিয়ে গেলেও প্রতারককে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এর আগে গত সোমবার সকালে বাগমারা সোনালী ব্যাংকের ভবানীগঞ্জ শাখায় ভেতর এ ঘটনা ঘটে। খাদিজা বেগম (৪৫) নামে এক গ্রাহকের কাছ থেকে জাল নোট বদলে দেওয়ার কথা বলে আসল নোটগুলো নিয়ে পালিয়ে যায় ওই প্রতারক।

এ ঘটনায় ভুক্তভোগী ওই গ্রাহক থানায় অভিযোগ দিয়েছেন। দুদিন পেরিয়ে গেলেও এখনো প্রতারকের পরিচয় শনাক্ত কিংবা তাকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।

পুলিশ, ভুক্তভোগী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ব্যাংকের ওই শাখায় টাকা উত্তোলনের জন্য যান খাদিজা। নিজের জমানো টাকা থেকে ৬৮ হাজার টাকা একটি চেকের মাধ্যমে তুলতে চান তিনি। এজন্য চেকটি নারী গ্রাহকদের বুথে জমা দেন। এ সময় তার পেছনে পরিপাটি অবস্থায় তিন ব্যক্তি ছিলেন। ব্যাংক থেকে টাকা বুঝে পাওয়ার পর ওই তিন ব্যক্তি তার কাছাকাছি আসেন।

এদের মধ্যে একজন নিজেকে ব্যাংকের লোক হিসেবে পরিচয় দিয়ে জানান, ভুলক্রমে তাকে জাল টাকা দেওয়া হয়েছে। সেগুলো পাল্টে আসল নোট দেওয়ার আশ্বাসে টাকাগুলো ওই নারীর কাছ থেকে নেন তারা। পাশের কাউন্টারে যাওয়ার কথা বলে তারা কৌশলে ব্যাংকের ভেতর থেকে দ্রুত সটকে পড়েন।

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ওই প্রতারকের ছবি ও ফুটেজ দেওয়া হয়েছে। ব্যাংক তথ্য দিয়ে সহযোগিতা করবে। ওই গ্রাহককে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, ওই নারী ব্যাংক থেকে ১ লাখ ২০ হাজার টাকা তুলেছিলেন। এ সময় প্রতারকরা খাদিজাকে বলে আপনার কাছে বেশকিছু জাল টাকা গেছে। সেগুলো পরিবর্তন করতে হবে। এই বলে তারা ৬৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, ওই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে প্রতারককে ধরার চেষ্টা করা হচ্ছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। এই বিষয়ে আমরা কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় হামাসের বন্দুকধারীদের টহল

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১০

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

১১

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১২

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১৩

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১৪

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১৫

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৬

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৭

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৮

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৯

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

২০
X