লক্ষ্মীপুরে ১৫ আগস্ট শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলাদা কর্মসূচি পালন করেছে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষ।
সোমবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের দুপক্ষ আলাদা স্থানে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করে।
ভবানীগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাবেক নেতারাসহ স্থানীয় ব্যবসায়ীদের ব্যানারে ভবানীগঞ্জ বাজারে ধানহাটা এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়। ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোস্তফা কামাল মানিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ঢালী, মামুনুর রশিদ ভূঁইয়া, শাহ আলম, আওয়ামী লীগ নেতা মহসিন মোল্লা, খুরশেদ আলম, মোতাহার আলম, মোরশেদ আলশ কচি প্রমুখ।
এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এ বাংলাদেশ পেতাম না। কিন্তু বঙ্গবন্ধুকেই পাকিস্তানের দোসররা ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করেছে। যা ইতিহাসের সবচেয়ে বড় ন্যক্কারজনক ঘটনা। ওইদিন দেশে না থাকায় বেঁচে গেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। তাদের হত্যা করতেই সেই আগস্ট মাসেই হত্যার পরিকল্পনা করে। গ্রেনেড হামলা করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়। যেখানে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ অনেকেই নিহত হন। তবে আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। এখন তার নেতৃত্বেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।
অপরদিকে ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চৌরাস্তা বাজার এলাকায় কর্মসূচির আয়োজন করেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ ও সাংগঠনিক সম্পাদক এমরান মাহমুদ রুবেল হাওলাদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জের। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি চেয়েছিল আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার জন্য। পুনরায় তারা ক্ষমতায় আসতে পারলে তারা ফের ১৫ আগস্ট ও ২১ আগস্ট সৃষ্টি করবে। বিএনপি একটি সন্ত্রাসী দল। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কখনো সন্ত্রাসীদের সরকার গঠন করতে দেওয়া হবে না। এ জন্য আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
এদিকে আওয়ামী লীগের এসব কর্মসূচিতে দুপক্ষই ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনিকে অতিথি করলেও তিনি কোনোটিতেই অংশগ্রহণ করেননি।
এ ব্যাপারে সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ দুগ্রুপের কোনো অনুষ্ঠান হয়নি। চৌরাস্তা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও ভবানীগঞ্জ বাজারে ব্যবসায়ীরা আলাদা গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের মধ্যে কোনো গ্রুপিং নেই।
মন্তব্য করুন