বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নাম ব্যবহার করে ইফতার মাহফিল এবং ঈদের কেনাকাটার জন্য এক প্রবাসীর কাছে অর্থ দাবি করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বগুড়ার শিবগঞ্জ থানায় বিএনপি নেতা সোহেলের ছোটভাই তানভীর আলম রিমন এ জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিএনপি নেতা সোহেলের নাম করে সৌদি প্রবাসী রফিকুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন এক ব্যক্তি।
রিমন বলেন, আশা করছি এই প্রতারককে আটক করে ব্যবস্থা নেবে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন কালবেলাকে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। প্রতারকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন