পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগের দুই কর্মী

কাফির বাড়িতে আগুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা
কাফির বাড়িতে আগুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালীর কলাপাড়ার বাড়ি পোড়ানোর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১০ মার্চ) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- বরগুনার আমতলী উপজেলার সেকান্দাখালী গ্রামের মো. নসা হাওলাদারের ছেলে মো. শাহাদাত হাওলাদার (২২) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মো. হিরন মোল্লার ছেলে মো. মাহফুজ মোল্লা (২১)। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি রাত ১২টা ৩০ মিনিটের দিকে নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তবে পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরদিন নুরুজ্জামান কাফি কলাপাড়া থানায় একটি মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে শাহাদাত ও মাহফুজকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ঘটনার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। নুরুজ্জামান কাফির তৈরি করা ভিডিও কনটেন্ট দেখে ক্ষুব্ধ হয়ে তারা প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পিতভাবে তার বাড়িতে অগ্নিসংযোগ করে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার দায় স্বীকার করেছে। তারা পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন বরিশাল থেকে এসে ডিজেল কিনে কাফির বাড়িতে আগুন লাগায়। মামলার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কাফি বলেন, আমার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, এটা কল্পনাও করতে পারছি না। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেছি, তবে এখনো আতঙ্কে দিন কাটাচ্ছি। আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞ যে, তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমি চাই, যারা এর পেছনে জড়িত, তারা সবাই আইনের আওতায় আসুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা মাঠে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ

যুদ্ধ বন্ধে ব্যস্ত হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা

যমুনা সেতুতে কাভার্ডভ্যান-ট্রাক-পিকআপের সংঘর্ষ

১৯৭১ সালের অমীমাংসিত বিষয় দুবার সমাধান হয়েছে, দাবি ইসহাক দারের

ক্রিকেটকে ‘গুডবাই’ বললেন একশর বেশি টেস্ট খেলা তারকা ক্রিকেটার

শতকোটি টাকা ব্যয়ে নির্মিত চালকদের বিশ্রামাগার নিজেই বিশ্রামে

সপ্তাহে দুদিন ছুটিসহ রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ

পুরো শরীর ‘প্লাস্টিকের তৈরি’ বলায় খেপে গেলেন মৌনি

ইনডোর গার্ডেনিং শুরু করতে বেছে নিন এই ৭ গাছ

বরখাস্ত এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১০

ছেলেদের কাছে ৪৯ রানে ধরাশায়ী হয়ে অলআউট মেয়েরা

১১

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

নতুন মাইলফলক / এমআইই পাথওয়েজের প্রথম এনসিইউকে গ্র্যাজুয়েশন সেরিমনি উদযাপন

১৩

বলিউড ছেড়ে দক্ষিণে দিব্যা দত্ত

১৪

প্রোটিয়া টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার

১৫

রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৬

স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, জামিন দেওয়ায় বাদীর ক্ষোভ

১৭

রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন

১৮

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

১৯

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

২০
X